আমরা যথাসম্ভব আমাদের টার্গেটে পৌঁছাব: পর্যটন প্রতিমন্ত্রী

  বিশেষ প্রতিনিধি    27-09-2022    147
আমরা যথাসম্ভব আমাদের টার্গেটে পৌঁছাব: পর্যটন প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, আমাদের দেশে যে সম্পদ আছে, প্রতিভা আছে তা সবাইকে জানাতে হবে। আমরা পর্যটনে একটা টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা যথাসম্ভব আমাদের টার্গেটে পৌঁছাব। এটাই হোক আমাদের আজকের পর্যটন দিবসের প্রতিশ্রুতি। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনের শৈলপ্রপাত হলে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মাহবুব আলী বলেন, আমাদের মূল্যবোধ ধরে রাখতে হবে। মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনা ধারণ করে আমাদের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কাজ করছি। বিশ্বে আমরা গার্মেন্টস রফতানির ক্ষেত্রে তৃতীয় হয়েছি। এটা অনেক শক্তিশালী প্রতিযোগিতা। আবার এক মাসের ব্যবধানে আমরা দ্বিতীয়তে এসেছি। পর্যটন প্রতিমন্ত্রী বলেন, ক্রিকেট খেলায় দেখা যায় অনেক সময় মেডেন ওভার যায়, যেখানে কোনো রানই হয় না। আবার এমনও পরিস্থিতি দাঁড়ায়, ছয় বলে ৩৬ রান হয়। সুতরাং আমাদের সামনে সেই সুযোগটা রয়েছে ছয় বলে ৩৬ রান করার। আমাদের সমস্ত উপকরণ আছে, ইচ্ছেও আছে। তিনি বলেন, কোভিড পূর্ববর্তী যে অব্যবস্থা ছিল, আমরা সেখানে যেতে চাই না। তার চেয়ে অনেক এগিয়ে যেতে চাই। পর্যটনের উন্নয়নে মিডিয়া কিন্তু সরকারি ও বেসরকারি খাতের চেয়ে বেশি গুরুত্ব রাখে। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. আলি কদর, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. জাবের প্রমুখ।

পর্যটন-এর আরও খবর