কিশোরগঞ্জে রাষ্ট্রপতি ভালোবাসা পেতে হলে জনগণকে মূল্যায়ন করতে হবে

  বিশেষ প্রতিনিধি    17-02-2023    238
কিশোরগঞ্জে রাষ্ট্রপতি ভালোবাসা পেতে হলে জনগণকে মূল্যায়ন করতে হবে

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, জনগণের ভালোবাসা পেতে হলে তাদের অবহেলা করা যাবে না। মূল্যায়ন করতে হবে। জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য রাজনীতিকসহ জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জের ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ মিলনায়তনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন রাষ্ট্রপতি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আসনের এমপি আফজাল হোসেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ূয়া, জনবিভাগের সচিব ওয়াহেদুল ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম প্রমুখ।

এর আগে রাষ্ট্রপতি মিঠামইনে নির্মাণাধীন রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন ভবন পরিদর্শন করেন।

তিন দিনের সফরে বুধবার রাষ্ট্রপতি কিশোরগঞ্জের মিঠামইন যান। সেখানে সন্ধ্যায় এক মতবিনিময় সভায় তিনি বলেন, হাওরকে আনস্মার্ট রেখে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়। হাওরে মাটির রাস্তার বদলে উড়াল সেতু হবে। নিচ দিয়ে পানি, ওপর দিয়ে গাড়ি যাবে। জনপ্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ভাব ধরবেন না। ভাব ধরলে পিছিয়ে পড়বেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। জনপ্রতিনিধিদের মূল কাজ জনকল্যাণ করা। আপনাদের জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে।

মিঠামইনের কামালপুর গ্রামের বাসভবনে বৃহস্পতিবার রাতযাপন শেষে আজ শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির হেলিকপ্টারে বঙ্গভবনে ফেরার কথা রয়েছে।

জাতীয়-এর আরও খবর