গুদামের কোটি টাকার চাল লুটপাট, মামলার আসামি খাদ্য পরিদর্শক

  বিশেষ প্রতিনিধি    07-03-2024    41
গুদামের কোটি টাকার চাল লুটপাট, মামলার আসামি খাদ্য পরিদর্শক

ময়মনসিংহ জেলার মুক্তাগাছার খাদ্য গুদাম থেকে ১ কোটি ৭১ লাখ ৯২ হাজার ৩৮২ টাকার চাল ও খালি বস্তা আত্মসাতের অভিযোগে খাদ্য পরিদর্শক শাকিল আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ময়মনসিংহ জেলার মুক্তাগাছার খাদ্য গুদাম থেকে ১ কোটি ৭১ লাখ ৯২ হাজার ৩৮২ টাকার চাল ও খালি বস্তা আত্মসাতের অভিযোগে খাদ্য পরিদর্শক শাকিল আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি শাকিল আহমেদ ২০২১ সালের ৯ মার্চ থেকে ২০২৩ সালের ১৭ অক্টোবর পর্যন্ত খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মুক্তাগাছা খাদ্য গুদাম কর্মরত ছিলেন। ২০২৩ সালে ১০ অক্টোবর আসামিকে জামালপুর জেলার সানন্দবাড়ী টিপিসি দেওয়ানগঞ্জে খাদ্য পরিদর্শক পদে বদলি করা হলেও তিনি সেখানে যাননি।

মুক্তাগাছায় দায়িত্বে থাকা অবস্থায় অভিনব কৌশলে গুদামের মজুদ রেকর্ডপত্র হতে ৩২৮.৯৮০ মে. টন সিদ্ধ চাল (মূল্য ১ কোটি ৭০ লাখ ৭২ হাজার ২৮২ টাকা) বেহাত করা হয়। এছাড়া ৫০ কেজি ধারণক্ষম ৩৮০টি খালি বস্তা, ৩০ কেজি ধারণক্ষম ১ হাজার ৪৯৫টি খালি বস্তা পাওয়া যায়নি। এতে ১ কোটি ৭১ লাখ ৯২ হাজার ৩৮২ টাকা আত্মসাৎ হয়েছে বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে।

জাতীয়-এর আরও খবর