সাবেক বিচারপতি মানিকের দিকে বোতল ছুঁড়ে মারল বিক্ষুব্ধ আইনজীবীরা

  বিশেষ প্রতিনিধি    07-04-2023    131
সাবেক বিচারপতি মানিকের দিকে বোতল ছুঁড়ে মারল বিক্ষুব্ধ আইনজীবীরা

সুপ্রিম কোর্টের অবসর প্রাপ্ত সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের দিকে বোতল ছুঁড়ে মেরে বিক্ষোভ করেছে আন্দোলনরত ক্ষুব্ধ আইনজীবীরা। নিরাপত্তায় নিয়োজিত পুলিশ কর্মকর্তার নিপুণ দক্ষতায় মানিক এ সময় রেহাই পায়।

আজ ৬ এপ্রিল ( ২০২৩) বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ইফতারের সামান্য আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নিচতলায় এ ঘটনা ঘটে। জানা যায়,আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীরা এড হক কমিটি গঠন করে ইফতার মাহফিল আয়োজন করলে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা সেখানে হামলা চালায়।

সাধারণ আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে বিকাল সোয়া পাঁচটায় বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুস কাজল, আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া ও সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজলের নেতৃত্বে কয়েকশ আইনজীবী সমিতির নিচতলায় বসে কালো পতাকা নিয়ে অবস্থান ধর্মঘট পালন করেন।

বিএনপি পন্থী আইনজীবীরা অবস্থান ধর্মঘট পালনকালে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আওয়ামী লীগপন্থী আইনজীবীদের উদ্যোগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ইফতার মাহফিলে যোগ দেওয়ার জন্য বারের নিচতলার মূলগেট দিয়ে প্রবেশ করার সময় ক্ষুব্ধ আইনজীবীরা “চোর”, “চোর” বলে চিৎকার করে। বিএনপির আইনজীবীরা এ সময় “মানিক্যার দুই গালে, জুতা মার তালে তালে” বলে শ্লোগান দেন। পুলিশ পাহারায় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সিঁড়ি বেয়ে উপরে উঠার সময় ক্ষুব্ধ কয়েকজন আইনজীবী তাকে লক্ষ্য করে ৫-৬ টি বোতল ছুঁড়ে মারে। একটি তাঁর গায়ে লাগে। নিরাপত্তায় নিয়োজিত পুলিশ কর্মকর্তার নিপুণ দক্ষতায় মানিক রেহাই পায়।

জাতীয়-এর আরও খবর