আজ বসছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

  লন্ডন প্রতিনিধি    30-01-2024    49
আজ বসছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

আজ মঙ্গলবার বিকেল ৩টায় বসতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এবারও সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর উপনেতা মতিয়া চৌধুরী। রীতি অনুযায়ী, মঙ্গলবার (৩০ জানুয়ারি) প্রথমেই নির্বাচন করা হবে নতুন স্পিকার এবং ডেপুটি স্পিকার। অন্যদিকে, বিরোধী দলীয় নেতা হয়েছেন জাতীয় পার্টির জি এম কাদের ও উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ। নতুন সংসদের যাত্রা শুরুর আগে গত রোববার গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগের দলীয় ও স্বতন্ত্র সব সংসদ সদস্যই তাঁর।

দ্বাদশ সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য ২২৩ জন। তাছাড়া, স্বতন্ত্র সংসদ সদস্য ৬২, জাতীয় পার্টির ১১, জাতীয় সমাজতান্ত্রিক দলের ১, ওয়ার্কার্স পার্টির ১ আর কল্যাণ পার্টির ১ জন সংসদ সদস্য আছেন। এই সংসদে আওয়ামী লীগের বাইরে সবচেয়ে বেশি আসন রয়েছে স্বতন্ত্র সংসদ সদস্যদের। আর প্রধান বিরোধী দলের স্বীকৃতি পাওয়া জাতীয় পার্টির আসন মাত্র ১১টি। গত দুটি সংসদেও ‘গৃহপালিত বিরোধী দল’ হিসেবে পরিচিতি পেয়েছিল দলটি।

তবে বিশ্লেষকরা বলছেন, স্বতন্ত্র এমপিদের ভূমিকার ওপর অনেকটাই নির্ভর করবে সংসদ কার্যকর হওয়া না হওয়া। রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে শেষ হবে প্রথম কার্যদিবস।

জাতীয়-এর আরও খবর