জামায়াত কীভাবে সমাবেশের অনুমতি পেল, জানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

  বিশেষ প্রতিনিধি    11-06-2023    87
জামায়াত কীভাবে সমাবেশের অনুমতি পেল, জানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না থাকা সত্ত্বেও জামায়াতকে কেন সমাবেশ করার অনুমতি দেওয়া হলো সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই বলতে পারবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ রোববার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ল’রিপোর্টার্স ফোরাম (এলআরএফ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াতের সমাবেশ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘সমাবেশের অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কেন তারা অনুমতি দিল সেটার উত্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেবে।’

জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘যুদ্ধাপরাধী হিসেবে বিচার শুরুর জন্য যথেষ্ঠ তথ্য প্রমাণ আছে। কিন্তু বিচার না হওয়া পর্যন্ত আমরা জামায়াতকে নিষিদ্ধ করতে পারি না। আইন সংশোধনের প্রক্রিয়া চলছে, শিগগিরই তা মন্ত্রিসভায় উঠবে।’

জাতীয় সংসদে প্রতিনিধিত্ব আছে এমন রাজনৈতিক দলগুলো নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন হবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণের কাছে যে অঙ্গীকার করেছিল, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সে প্রতিশ্রুতি পূরণ করবে।’

উল্লেখ্য, গতকাল শনিবার ১০ বছর পর রাজধানীতে সমাবেশ করেছে জামায়াত। এ নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে, নিবন্ধন বাতিল হওয়া সত্ত্বেও জামায়াত কী করে ঢাকায় সমাবেশের অনুমতি পেল?

জাতীয়-এর আরও খবর