কারও বি-টিম হতে আমাদের রাজনীতি নয়: জি এম কাদের

  বিশেষ প্রতিনিধি    07-04-2023    111
কারও বি-টিম হতে আমাদের রাজনীতি নয়: জি এম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, কাউকে ক্ষমতায় নিত, কারো বি-টিম হতে বা কারও দাসত্ব করতে আমাদের রাজনীতি নয়। আমরা দেশ ও জাতীর স্বার্থে রাজনীতি করব।

আজ বৃহস্পতিবার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভা শেষে ইফতার অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

জি এম কাদের বলেন, কারও জিম্মি বা ক্রীতদাস হতে রাজনীতি করছি না। রাজনীতিতে বন্ধুত্ব করতে হলে সমানে সমান বন্ধুত্ব করব, চোখে চোখ রেখে বন্ধুত্ব করব। রাজনীতিতে বন্ধুত্বে নামে কারো কাছে মাথা নত করব না। এ জন্য জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে হবে।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘দুঃখজনক হলেও সত্য, নির্বাচন একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই পয়সা খরচ করে নির্বাচন করতে আসেন, নির্বাচিত হয়ে সেই পয়সা আদায় করেন। আমরা এমন সংস্কৃতি থেকে রাজনীতিকে বের করতে চাই। নির্বাচনে জাতীয় পার্টি থেকে ত্যাগী নেতা ছাড়া কাউকে মনোনয়ন দেওয়া হবে না। জাতীয় পার্টি এককভাবে নাকি জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে তা অবস্থার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হবে।’

তিনি বলেন, ‘শক্তিশালী দল হলে সবাই আমাদের সঙ্গে জোটবদ্ধ হতে আসবে। আর সেক্ষেত্রে শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, প্রতিটি ক্ষেত্রে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে হবে। মানুষের আস্থা অর্জনের জন্য পার্টিকে শক্তিশালী করতে হবে। জাতীয় পার্টিকে শক্তিশালী করতে পারলে আমাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।’

গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, ‘রমজানে অনেক মানুষ চাহিদা মত খাদ্য পাচ্ছে না। আধা পেট খেয়ে রোজা পালন করছে বেশির ভাগ মানুষ। সাধারণ মানুষ কষ্টে আছে। প্রতিদিনই মানুষ দারিদ্য সীমার নিচে নেমে যাচ্ছে। সরকারের হাতে টাকা নেই, তাই মূল্যস্ফীতি হচ্ছে। ডলারের দাম বাড়ছে। আর কমে যাচ্ছে টাকার মান। ফলে মানুষের নাভিশ্বাস উঠছে। আমরা এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে চাই।’

এ সময় জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেন, ‘৩২ বছর ক্ষমতার বাইরে থেকেও জাতীয় পার্টি রাজনীতিতে টিকে আছে। এটা আমাদের জন্য বিশাল অর্জন। শক্তিশালী দল তৈরি করতে পারলে জাতীয় পার্টির জোটের প্রয়োজন হবে না।’

পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেন, ‘জোট নিয়ে চিন্তা করা কিছু নেই। সময় বলে দেবে, কার সঙ্গে জোট হবে। জাতীয় পার্টি হচ্ছে বাংলাদেশের রাজনীতির টার্নিং পয়েন্ট। জাতীয় পার্টি এখনো অনেক কৌশলী এবং শক্তিশালী রাজনৈতিক দল।’

জাতীয়-এর আরও খবর