আজ থেকে সব দফা একদফায় পরিণত হলো: ১২ দলীয় জোট

  বিশেষ প্রতিনিধি    12-07-2023    95
আজ থেকে সব দফা একদফায় পরিণত হলো: ১২ দলীয় জোট

১২ দলীয় জোটের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আজ থেকে সব দফা একদফা এক দাবিতে পরিণত হলো। সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে তত্ত্ববধায়ক সরকার গঠনের একদফা দাবিই দেশ ও জনগণের দাবিতে রূপ নিলো।’

বুধবার (১২ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জোটের শীর্ষ নেতারা। বিএনপির সঙ্গে যুগপৎ ধারায় ১২ দলীয় জোট একদফার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে কর্মসূচি দিয়েছে।

লিখিত বক্তব্যে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মোহাম্মদ ইবরাহীম বলেন, ‘গত ২০ ডিসেম্বর, ২০২২ তারিখে এমনই এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ১২ দলীয় জোট আত্মপ্রকাশ করে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনসহ বিএনপি ঘোষিত ১০ দফা কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে রাজপথে আমরা যুগপৎভাবে একের পর এক রাজনৈতিক কর্মসূচি পালন করে আসছি। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কার ও বিনির্মাণে ২৭ দফা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।’

তিনি বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচনকে সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান ও গণতান্ত্রিক বাংলাদেশ ফিরিয়ে আনার একমাত্র উপায়। জাতি আজ যুগপৎ আন্দোলনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়েছে।’

জোটের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের এমন কোনও রাজনৈতিক দল নেই যারা নিরপেক্ষ নির্বাচনের প্রশ্নে আনুগত্যশীল নয়। এমন কোনও দল নেই যারা নির্বাচনবিহীন ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় বিশ্বাস করে। সুতরাং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রশ্নে যে জাতীয় ঐকমত্য গড়ে উঠেছে আমরা ১২ দলীয় জোট বিএনপি নেতৃত্বে যুগপৎ আন্দোলনের মাধ্যমে চূড়ান্ত অভীষ্ট পর্যন্ত এগিয়ে নেবো ইনশাআল্লাহ।

জোট জানায়, আজ থেকে একদফা এক দাবি এক হাসিনা সরকারের পদত্যাগ। তারপর নির্দলীয় সরকার গঠন করে দ্বাদশ নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক সরকার গঠনের কাজ শুরু হবে।

১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এলডিপির সভাপতি সাবেক হুইপ আবদুল করিম আব্বাসী, মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, সহ সভাপতি সৈয়দ রওনক ইব্রাহিম, সহ সভাপতি চাষী এনামুল হক, অতিরিক্ত মহাসচিব তমিজ উদ্দিন টিটো।

সিনিয়র যুগ্ম মহাসচিব এম এ বাসার; জাতীয় পার্টির মহাসচিব সাবেক সংসদ সদস্য আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম মেম্বার সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাস; কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব নুরুল কবীর পিন্টু; জমিয়তে উলামায়ে ইসলাম (একাংশ) চেয়ারম্যান মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, বাংলাদেশ মুসলিম লীগ (বি এম এল) এর চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, জাস্টিস পার্টির চেয়ারম্যান জাবেদ মোহাম্মদ সালাহ উদ্দিন। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

জাতীয়-এর আরও খবর