ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনে সবাই খুশি হবেন: আইনমন্ত্রী

  বিশেষ প্রতিনিধি    26-07-2023    102
ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনে সবাই খুশি হবেন: আইনমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইনের যে সংশোধন হচ্ছে, তাতে সবাই খুশি হবেন জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের খসড়া আগামী সেপ্টেম্বরে জাতীয় সংসদে উত্থাপন করা হবে।

তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কী সংশোধন হচ্ছে, তা বলেননি মন্ত্রী।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমোন গিলমোরের নেতৃ‌ত্বে একটি প্রতিনিধিদলের স‌ঙ্গে বৈঠক শে‌ষে তি‌নি এসব কথা ব‌লেন।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটার (সংশোধনী) জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আপনাদের উদ্বেগ সরকারের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমি এটুকু বলতে পারি, ডিজিটাল নিরাপত্তা আইনের যে সংশোধন হচ্ছে, তাতে আপনারা সবাই খুশি হবেন।

ছয় দিনের সফরে সোমবার ঢাকায় আসা ইমোন মানবাধিকার বিষয় নিয়ে সরকারি কর্মকর্তা ও অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন।

ইইউর মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে চার বছরের মধ্যে এটি ইমোন গিলমোরের দ্বিতীয় বাংলাদেশ সফর। তিনি ২০১৯ সালের জুনে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছিলেন। ওই সফর শেষে দেওয়া বিবৃতিতে ইমোন গিলমোর বাংলাদেশে শ্রম অধিকারসহ মানবাধিকারের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের তাগিদ দিয়েছিলেন।

জাতীয়-এর আরও খবর