দ্বাদশ সংসদ নির্বাচন: পর্যবেক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ও সংবাদ সম্মেলন করেছে ‘এসএসকেএস’ ও সহযোগি সংস্থা ‘পিস ফাউণ্ডেশন’

  লন্ডন প্রতিনিধি    03-01-2024    346
দ্বাদশ সংসদ নির্বাচন: পর্যবেক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ও সংবাদ সম্মেলন করেছে ‘এসএসকেএস’ ও সহযোগি সংস্থা ‘পিস ফাউণ্ডেশন’

আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে পর্যবেক্ষকদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা ও সংবাদ সম্মেলন করেছে নির্বাচন কমিশন কতৃক নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা ‘সংগতি সমাজ কল্যাণ সংস্থা (এসএসকেএস)’ ও সহযোগী সংস্থা পিস ফাউন্ডেশন। মঙ্গলবার (২রা জানুয়ারী) দুপুর সাড়ে ১২ টায় ঢাকার মিরপুরে সংগতি সমাজ কল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ে এবং সাতক্ষীরা মজিদপুরে অবস্থিত পিস ফাউন্ডেশন এর প্রধান কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা ও সংবাদ সম্মেলন ২টি অনুষ্ঠিত হয়।

অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে পর্যবেক্ষক সংস্থা ‘এসএসকেএস’ এর পক্ষে সংবাদ সম্মেলন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক মুহাম্মদ বশীর আহাম্মেদ হাওলাদার এবং পিস ফাউন্ডেশনের পক্ষে সংস্থার প্রেসিডেন্ট শেখ জাহিদ। তারা বলেন, দেশের জনসাধারণের ভোটাধিকার প্রয়োগ কার্যকর, নিরপেক্ষ এবং বৈষম্যহীন পদ্ধতিতে অবাধ ও সুষ্ঠু পরিবেশ সৃষ্টির লক্ষ্যে নির্বাচনের প্রতি ভোটারদের বিশ্বাস অর্জনের বিষয়ে এবং অংশগ্রহণকারী প্রার্থীদেরকে ও রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে সচেতন থাকতে হবে। যাতে করে আগামী ৭ জানুয়ারি ২০২৪ তারিখের ভোটের দিন ভোটারগণ নিরাপদে তাদের পছন্দনীয় প্রার্থীদেরকে কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে প্রয়োগ করতে পারে।

তারা আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের বিষয়ে সতন্ত্র প্রার্থী ও যে কোনো রাজনৈতিক দলের প্রার্থীদের এজেন্ট, পর্যবেক্ষক এবং মিডিয়ার উপস্থিতি নিশ্চিত করণের লক্ষ্যে নির্বাচন পরিচালনাকারী প্রশাসনের নির্বাচনী আইন ও নিরপেক্ষ ভূমিকার বিষয়ে সচেতন থাকবে।

নির্বাচন চলাকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে সতন্ত্র প্রার্থী ও সমর্থক বা যে কোনো দলীয় রাজনৈতিক প্রার্থী ও সমর্থক, ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি এবং প্রশাসনের ব্যক্তি বা রাষ্ট্রীয় সম্পদের প্রতি যেন কোনো প্রকার ক্ষতিসাধন না হয় সেই বিষয়ে সকল জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানান তারা।

উল্লেখ্য যে, ‘সংগতি সমাজ কল্যাণ সংস্থা (এসএসকেএস)’ ও ‘পিস ফাউন্ডেশন’ অন্যন্য সামাজিক কার্যক্রমের পাশাপাশি বিগত কয়েক বছর যাবত জাতীয় নির্বাচন, সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিরপেক্ষতার সহিত পর্যবেক্ষণের দায়িত্ব পালন করে আসছেন। এবার আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে নির্বাচন কমিশন কতৃক ১১টি জেলার ৪৪টি উপজেলায় ৩৭টি সংসদীয় এলাকায় স্থানীয়ভাবে ৭২৫ জন ও কেন্দ্রীয় ভাবে ৪ জন পর্যবেক্ষক মোতায়েনের জন্য নির্বাচন কমিশন থেকে অনুমোদন পেয়েছে সংস্থাটি। অনলাইন মিটিং এর মাধ্যমে জেলাভিত্তিক পর্যবেক্ষকদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করছে তারা।

জাতীয়-এর আরও খবর