কক্সবাজারের উখিয়ায় ৩ কেজি চোরাই স্বর্ণ ও ৮০ হাজার ইয়াবা জব্দ

  বিশেষ প্রতিনিধি    27-08-2022    97
কক্সবাজারের উখিয়ায় ৩ কেজি চোরাই স্বর্ণ ও ৮০ হাজার ইয়াবা জব্দ

বিশেষ প্রতিবেদক :: কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন কেজি চোরাই স্বর্ণ ও ৮০ হাজার ইয়াবা জব্দ করেছে বিজিবি। এ সময় একজন স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে। জানা যায়, গত বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উখিয়ার কাস্টমস মোড় এলাকা থেকে ধাওয়া করে এক ব্যক্তিকে আটক করে ঘুমধুম বিওপির বিজিবি সদস্যরা। এ সময় তল্লাশিকালে তার কোমরে ফিটিংস করা ২০টি স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি। আটক পাচারকারী সীমান্তের তুমব্রু পশ্চিমকুলের জাফর আহমদের পুত্র কবির আহমেদ (২৮)। মিয়ানমার হতে চোরাইপথে আনা এসব স্বর্ণের ওজন ৩ কেজি ৩২২ গ্রাম বলে জানান বিজিবি কঙবাজার-৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মেহেদী হোসাইন কবির। জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় ২ কোটি ২৮ লাখ টাকা বলে জানা যায়। অন্যদিকে একই রাত সাড়ে তিনটার দিকে অপর অভিযানে উখিয়ার বালুখালী বিওপির বিজিবি সদস্যরা সীমান্তের রাহমতের বিল এলাকা হতে ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এ সময় মিয়ানমার থেকে আসা একদল মাদক পাচারকারীকে থামতে সংকেত দেয়া হয়। পক্ষান্তরে মাদক পাচারকারীরা বিজিবিকে লক্ষ করে গুলিবর্ষণ করতে থাকে। বিজিবি সদস্যরাও পাল্টা ফায়ার করলে চোরাকারবারীরা নাফ নদী হয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে মাদক পাচারকারীদের ফেলে যাওয়া একটি ব্যাগ হতে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

সারাদেশ-এর আরও খবর