কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় কেড়ে নিলো পিতা-পুত্রের প্রাণ

  বিশেষ প্রতিনিধি    22-01-2024    34
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় কেড়ে নিলো পিতা-পুত্রের প্রাণ

রুটপারমিটহীন অবৈধ যান ট্রাক্টর, ট্রলি ও ভটভটির সড়কে চলাচল বন্ধের প্রশাসনিক উদ্যোগ গ্রহণ না হওয়ায় কুড়িগ্রামের সড়কে মৃত্যুর মিছিল থামছেনা। রুটপারমিটহীন অবৈধ যান ট্রাক্টর, ট্রলি ও ভটভটির সড়কে দাপুটের সাথে চলাচল করায় কুড়িগ্রামের জনপদে অসংখ্য মায়ের বুক খালি হচ্ছে।

অন্যান্য স্থানের মতো রোববার সকালে ভূরুঙ্গামারী উপজেলায় পিতা-পুত্রের প্রাণ কেড়ে নিয়েছে শ্যালোমেশিন চালিত অবৈধ যান ভটভটি। এই মার্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী তালতলা ব্রীজের উপর। নিহতরা হলেন-পার্শ্ববর্তী কচাকাটা থানার সরকারটারি গ্রামের আব্দুল হামিদের ছেলে শহিদুল ইসলাম (৪৮) ও শহিদুলের ছেলে বিপ্লব মিয়া (২৫)।

জানা গেছে, রোববার সকাল ৯ টার দিকে ভূরুঙ্গামারী উপজেলা শহর থেকে প্রয়োজনীয় কাজ শেষে পিতা শহিদুল ইসলাম ও তার ছেলে বিপ্লব মিয়া তাদের ব্যবহৃত মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফেরছিলেন। তারা পিতা-পুত্র সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী তালতলা ব্রীজের উপর পৌঁছিলে শ্যালোমেশিন চালিত রুটপারমিটহীন অবৈধ বেপরোয়া যান ভটভটি পিতা-পুত্রের আহরনকৃত মোটরসাইকেলটিকে মুখোমুখী সাজোরে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলে থাকা পিতা-পুত্র ঘটনাস্থলেই গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ছুটে এসে গুরুতর আহত পিতা-পুত্রকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভটভটির চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়।

এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, পিতা-পুত্রের নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সারাদেশ-এর আরও খবর