রামু রাজারকুল আজিজুল উলূম মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত

  বিশেষ প্রতিনিধি    22-06-2023    92
রামু রাজারকুল আজিজুল উলূম মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত

কক্সবাজারের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাকেন্দ্র রামু রাজারকুল আজিজুল উলূম মাদ্রাসা ও এতিমখানার প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদিত হয়েছে। ইতোপূর্বে ২ জানুয়ারি, সোমবার (বাদ মাগরিব) মাদ্রাসার ৪৯ তম বার্ষিক সভার দিন প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে অনুষ্ঠিত বিশেষ পরামর্শ সভায় এ কমিটি গঠন করা হয়। এর মধ্যদিয়ে ২০১০ সালে প্রতিষ্ঠিত এ সংগঠন আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ সাংগঠনিক রূপ লাভ করে।একই সভায় সংগঠনটির উপদেষ্টা পরিষদ গঠিন এবং মাদ্রাসার ৫০ বছর পূর্তির শুভ সন্ধিক্ষণে আবনায়ে আজিজুল উলুম প্রীতি সম্মেলন (প্রাক্তন শিক্ষার্থী সমাবেশ) আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

২১ জুন (বুধবার), বাদ যোহর মাদ্রাসা অফিসে অনুষ্ঠিত এক বিশেষ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়। মাদ্রাসার পরিচালক ও পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা মোহছেন শরীফের সভাপতিত্বে, হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা মাওলানা আব্দুল খালেক কওছর ও কারী নুরুল আমিন, প্রাক্তন ছাত্র পরিষদের দায়িত্বশীল মাওলানা হাফেজ জাহেদ কলিম, মাওলানা মুফতি দেলাওয়ার হোছাইন, হাফেজ সাইফুল ইসলাম, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা যায়নুল আবেদীন, মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, মাওলানা নুর মুহাম্মদ, মাওলানা কারী আবু নাছের, মাওলানা হাফেজ শওকত আলী, মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, মাওলানা মুহাম্মদ অলি উল্লাহ আরজু প্রমুখ।

এ সভায় আনুষ্ঠানিকভাবে অনুমোদিত এ পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন, সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, সহ-সভাপতি হাফেজ নুরুল আমিন, হাফেজ জাহেদ কলিম, হাফেজ ছৈয়দুল আমিন, হাফেজ সাইফুল ইসলাম, মাওলানা আজিজুল হক, সাধারণ সম্পাদক মাওলানা নুর মুহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কারী আবু নাছের, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ শওকত আলী, মাওলানা কারী আশরাফুল মতিন মোহাম্মদ আছেম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম, অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, সহ-অর্থ সম্পাদক মাওলানা হাফেজ শহীদুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল করিম, সহ-প্রচার সম্পাদক মাওলানা হাফেজ সাঈদ হোছাইন, দফতর সম্পাদক মাওলানা মুফতি ইয়াকুব হোছাইন, সহ-দফতর সম্পাদক মাওলানা যায়নুল আবেদীন, মাওলানা তাছলিম মোহাম্মদ নাছিম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি দেলাওয়ার হোছাইন, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ অলি উল্লাহ আরজু, মাওলানা ইয়াছিন শরীফী, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মাওলানা আতাউর রহমান শামীম, সহ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক তামীম আহসান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মালেক, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, প্রবাসী প্রতিনিধি মাওলানা মুহাম্মদ জুবাইর, এহতেশামুল হক এহসান সিকদার, হাফেজ একরামুল হক (সৌদি আরব), মাওলানা আব্দুর রহমান, মাওলানা হাফেজ ইউনুছ (কাতার) , মাওলানা বদরুদ্দোজা,জাফর আলম হোছাইনী, মুহাম্মদ জুনাইদ ছিদ্দিকী ( মালয়েশিয়া), সদস্য মাওলানা শফিউল্লাহ, মাওলানা আব্দুল খালেক, মাওলানা মীম জুহাইদ, মাওলানা কারী আব্দুল খালেক, মাওলানা মোস্তাক আহমদ, মাওলানা শামসুল আলম, হাফেজ বশির আহমদ, মুহাম্মদ আবু ওবাইদা, মাওলানা নোমান খাঁন, মাওলানা আব্দুল খালেক, মাওলানা আতাউল্লাহ, মাওলানা হাফেজ রফিকুল ইসলাম, মাওলানা কামাল হোছাইন, হাফেজ হামিদুল হক।

উল্লেখ্য, সভায় মাদ্রাসার ৫০ বছর পূর্তির শুভ সন্ধিক্ষণে আবনায়ে আজিজুল উলুম প্রীতি সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত চুড়ান্ত করা হয়। প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক সুসংহতকরণ ও মাদ্রাসার সাথে আত্মার বন্ধন অটুট রাখার মাধ্যমে দাওয়াতে দ্বীনের বিকাশে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের অভিমত।

তাই এ সম্মেলনকে কেন্দ্র করে প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া পরিচালনা, সমৃদ্ধ স্মারক প্রকাশ, শিক্ষক সম্মাননার আয়োজনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সারাদেশ-এর আরও খবর