টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন নরওয়ের রাষ্ট্রদূত

  বিশেষ প্রতিনিধি    23-06-2023    116
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন নরওয়ের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার- ভেন্ডসেন কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এসময় তিনি দাতা সংস্থা ইউএনএইচসিআর-আইওএম ও ডব্লিউ এফপির বিভিন্ন কার্যক্রম পরিদর্শনসহ রোহিঙ্গা প্রতিনিধিদের সাথে কথা বলেন। এ বিষয়টি নিশ্চিত করেন শালবাগান ২৬ নম্বর ক্যাম্প ইনচার্জ তানভীর আহমেদ।

বৃহস্পতিবার (২১ জুন) সকাল ১০টার গাড়িযোগে নরওয়ে রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে পৌছাঁয়। পরে বিকাল ৩টার দিকে কক্সবাজারে ফিরে যান।

জানা যায়,বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-ভেন্ডসেন নেতৃত্বে একটি প্রতিনিধিদল গাড়ি যোগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে এসে পৌঁছেন।পরে তারা নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের পি ব্লকের একটি স্লোলার মিনিগার্ড,২৬ নম্বর ক্যাম্পের ই/০৪ ব্লকে এনআরসি অফিসসহ লেদা ক্যাম্প ২৪ এ অবস্থিত আইওএম পরিচালিত প্লাস্টিক বর্জ্য দ্বারা তৈরিকৃত বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন।সে সাথে হ্নীলা স্টেশনে অবস্থিত বাঁশের তৈরি বিভিন্ন ষ্টোর ও প্রক্রিয়াজাতকরণ স্থান গুলো সরজমিনে পর্যবেক্ষণ করেন।এবং এই প্রজেক্ট সম্পর্কে কর্তব্যরত কর্মকর্তাগণ প্রতিনিধি দলকে ব্রিফিং প্রদান করেন।পরবর্তীতে তারা রোহিঙ্গা প্রতিনিধিদের সাথে কথা বলেন।

টেকনাফ শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের হেড মাঝি বদরুল ইসলাম জানান,নরওয়ের রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আমাদের সাথে কথা বলেন।এবং তারা আমাদের খোঁজ খবর নেন।এ সময় আমরা প্রতিনিধিদলের কাছে জানায় দাতা সংস্থা গুলো দিন দিন আমাদের খাদ্য সামগ্রী কমায় ফেলতেছে।খাদ্যের পরিমান কমানোর কারনে ক্যাম্পে অপরাধ বাড়তেছে।এবং দাতা সংস্থা ধারা পরিচালিত ক্যাম্পের স্কুল গুলোতে শিক্ষক বাড়ানো সহ আমাদের নিজ জন্মভুমি মিয়ানমার আরকান রাজ্য আমাদের নিজের বাড়িঘরে ফেরত যাওয়ার ইচ্ছা প্রকাশ করি।

টেকনাফ শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের দায়িত্বরত ইনচার্জ (সিনিয়র সহকারী সচিব) তানভীর আহমদ জানান,বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার- ভেন্ডসেন নেতৃত্বে একটি প্রতিনিধিদল ক্যাম্পে আসেন। এসময় তারা দাতা সংস্থার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন,পরে রোহিঙ্গা প্রতিনিধিদের সাথে কথা বলেন।বিকাল ৩টার দিকে তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন।

সারাদেশ-এর আরও খবর