সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানীর ৮৬তম খোশরোজ শরীফের প্রধান ও শেষ দিবস আজ

  বিশেষ প্রতিনিধি    10-02-2023    217
সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানীর ৮৬তম খোশরোজ শরীফের প্রধান ও শেষ দিবস আজ

মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্মিক ব্যক্তিত্ব ইমামে আহলে সুন্নাত শায়খুল ইসলাম হযরত শাহ্সূফী আল্লামা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানীর (ক.) ৮৬তম খোশরোজ শরীফ ও মাইজভান্ডার রহমানিয়া মইনীয়া দরসে নেজামী আলিম মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার তিন দিনব্যাপী সালানা জলসা চট্টগ্রাম ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফে ৮ ফেব্রুয়ারি বুধবার থেকে শুরু হয়েছে।

আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও মইনীয়া যুব ফোরামসহ বিভিন্ন সংগঠন খতমে কুরআন, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, রওজায় গিলাফ চড়ানো, ফ্রি চিকিৎসাসেবা, রক্তের গ্রুপ নির্ণয়, হুজুর কেবলার দেশ বিদেশের দুর্লভ আলোকচিত্র চিত্র ও ভিডিও প্রদর্শনী, মাদকের বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচিসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে।

খোশরোজ শরীফে অংশগ্রহণে দেশ বিদেশের নানা প্রান্ত থেকে ভক্ত জনতার উপস্থিতিতে মাইজভান্ডার দরবার শরীফের পুরো এলাকা মুখরিত হয়ে উঠেছে।

অনুষ্ঠানের নিরাপত্তায় পুরো মাইজভান্ডার দরবার শরীফকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হয়েছে। খোশরোজ শরীফে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি আন্জুমানের এক হাজার স্বেচ্ছাসেবক সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন।

সার্বক্ষনিক মনিটরিংয়ের জন্য দরবার শরীফের নায়েবে মুন্তাজেম শাহ্জাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানী, শাহ্জাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল্-হাসানীর নেতৃত্বে তথ্য কেন্দ্র খোলা হয়েছে।

তিনদিনের খোশরোজ শরীফের কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা ও থানা প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

১০ ফেব্রুয়ারি শুক্রবার জুমার নামাজের পর খোশরোজ শরীফের প্রধান দিবসে মুসলিম উম্মাহর কল্যাণ, বিশ্বশান্তি, বিশ্বের নিপীড়িত মানবতার পরিত্রাণসহ দেশ ও বিশ্ববাসীর শান্তি-সমৃদ্ধি কামনায় আখেরি মুনাজাত পরিচালনা করবেন হুজুর কেবলার স্থলাভিষিক্ত আওলাদ মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজের প্রেসিডেন্ট শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)।

সারাদেশ-এর আরও খবর