কক্সবাজার আসবেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান

  বিশেষ প্রতিনিধি    05-07-2023    93
কক্সবাজার আসবেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান

পাঁচ দি‌নের সফরে আজ মঙ্গলবার বাংলাদেশে আসছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান। রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধের তদন্তে জবাবদিহিতা নি‌শ্চিত করার লক্ষ্যে দ্বিতীয় দফায় তার এ বাংলাদেশ সফর।

মঙ্গলবার (৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আইসিসির প্রধান কৌঁসুলির সফ‌রের তথ‌্য ঢাকা পোস্ট‌কে নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এ কর্মকর্তা জানান, আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান দ্বিতীয় দফায় বাংলা‌দেশ সফর কর‌বেন। তি‌নি কক্সবাজার রো‌হিঙ্গা ক‌্যাম্প প‌রিদর্শন কর‌বেন, রো‌হিঙ্গা‌দের স‌ঙ্গে আলাপ কর‌বেন। তিনি রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধের তদন্তে জবাবদিহিতা নি‌শ্চিত করার বি‌ষ‌য়ে রো‌হিঙ্গা‌দের স‌ঙ্গে আলাপ ক‌রে বি‌ভিন্ন আলামত সং‌গ্রহের চেষ্টা কর‌বেন। তার সফ‌রের মূল উদ্দেশ্য এটি।

বাংলা‌দেশ সফ‌রে আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সারাদেশ-এর আরও খবর