বঙ্গবন্ধু টানেল উদ্বোধন ২৮ অক্টোবর

  বিশেষ প্রতিনিধি    14-08-2023    100
বঙ্গবন্ধু টানেল উদ্বোধন ২৮ অক্টোবর

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ২৮ অক্টোবর কর্ণফুলী টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর অক্টোবরের মাঝামাঝি সময়ে দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন ৬-এর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত উদ্বোধন হবে।

সোমবার (১৪ আগস্ট) সকালে রাজধানীর বনানী সেতু ভবনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাউলা থেকে ফার্মগেট পর্যন্ত সাড়ে ১১ কিলোমিটার উড়ালসড়ক প্রথম দফায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। প্রথম দফায় ১৩টি র‌্যাম্প খুলে দেওয়া হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, এক্সপ্রেসওয়েটিতে যানবাহনের সর্বোচ্চ গতি নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ৬০ কিলোমিটার। সিএনজিচালিত অটোরিকশার মতো দুই ও তিন চাকার কোনো যানবাহন এই উড়ালসড়কে চলতে পারবে না। মোটরসাইকেল আপাতত বন্ধ থাকবে।

সেতুমন্ত্রী জানান, ২ সেপ্টেম্বর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্যমেলা মাঠে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের পর সুধী সমাবেশ করবেন প্রধানমন্ত্রী।

বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে তিন ভাগে। এরমধ্যে মূল উড়ালসড়কের দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। তাছাড়া ২৭ কিলোমিটার দৈর্ঘ্যের ৩১টি র‌্যাম্প আছে উড়ালসড়ক থেকে বিভিন্ন জায়গায় ওঠা এবং নামার জন্য।

সারাদেশ-এর আরও খবর