উখিয়ায় দেড় মণ ইলিশ জব্দ, দুস্থদের মধ্যে বিতরণ

  বিশেষ প্রতিনিধি    12-10-2022    161
উখিয়ায় দেড় মণ ইলিশ জব্দ, দুস্থদের মধ্যে বিতরণ

উখিয়া উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ বিক্রির সময় দেড় মণ ইলিশ জব্দ করেছেন উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কুতুপালং বাজারে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়। জব্দ করা ইলিশ মাছ রাজাপালং ইউনিয়নের টিএনটি লম্বাঘোনা–সংলগ্ন আশ্রয়ণ প্রকল্পে বসবাস করা দুস্থ, গরিব ও এতিমদের মধ্যে বিতরণ করা হয়। মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন মৌসুমে ইলিশের বংশবৃদ্ধিতে সহায়তার লক্ষ্যে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদ বলেন, উখিয়ার কুতুপালং বাজারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ বিক্রি করছিলেন কিছু অসাধু ব্যবসায়ী। ওই বাজারে অভিযান চালিয়ে ৬০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। অভিযানে মৎস্য বিভাগ ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে ২৮ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ-এর আরও খবর