ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ব্যারিস্টার মিজান সাঈদের গণসংযোগ অব্যাহত

  বিশেষ প্রতিনিধি    15-07-2023    90
ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ব্যারিস্টার মিজান সাঈদের গণসংযোগ অব্যাহত

কক্সবাজার ৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশি জননেতা ব্যারিস্টার মিজান সাঈদ ঝড়বৃষ্টি উপেক্ষা করে গণসংযোগ অব্যাহত রেখেছেন।তিনি শুক্রবার সকাল থেকে অত্র সংসদীয় আসনের বিভিন্ন স্থানে গণসংযোগ শুরু করেন।

পরে ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদে খুতবা পূর্ব মুসল্লীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন এবং সকলের দোয়া কামনা করেন।জুমার নামাজ আদায় পরবর্তী ঈদগাঁও বাজারের অলিগলিতে ব্যাপক গণসংযোগ করেন। পরে তিনি ইসলামাবাদের ইউছুফেরখিল এলাকার সর্বসাধারণের নিকট ছুটে যান এবং তিনি সকলের কুশলাদি জানেন।

পরে তিনি ইউছুফেরখিল এলাকা ও ঈদগাঁও বাজারে সাধারণ লোকজনের সাথে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, আল্লাহ মনোয়ন প্রতিযোগিতায় বিজয়ী করলে সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে নির্বাচনী যুদ্ধে বিজয় ছিনিয়ে আনবেন বলে আশাবাদ ব্যাক্ত করে।

তিনি চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত সাধারণ জনগণকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে আওয়ামীলীগের উপজেলা,ইউনিয়ন, ওয়ার্ড ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণকে নিয়ে দিনভর গণসংযোগ চালিয়ে যান।

উল্লেখ্য, তিনি কক্সবাজারের আধ্যাত্মিক প্রাণপুরুষ হযরত মওলানা নুরুল হক ডুলা ফকির রহ: জামে মসজিদে জুমার নামাজ আদায় পরবর্তী মাজার জিয়ারতের মাধ্যমে গণসংযোগ শুরু করেন।

এর পর থেকে তিনি ঈদগাঁও,ইসলামাবাদ,পোকখালী,ঈদগড়,খুরুস্কুল,ভারুয়াখালী, রশিদনগর ও জালালাবাদে ব্যাপক গণসংযোগ করেন। তিনি চূড়ান্ত মনোনয়ন ও বিজয় না আসা পর্যন্ত অত্র আসনের সকল উপজেলার ইউনিয়ন,ওয়ার্ড ও গ্রামের অলিগলিতে গণসংযোগ অব্যাহত রাখবেন।

সারাদেশ-এর আরও খবর