বিজিবি’র অভিযানে উখিয়ায় এক লক্ষ পিস ইয়াবাসহ আটক-১

  বিশেষ প্রতিনিধি    16-02-2023    227
 বিজিবি’র অভিযানে  উখিয়ায় এক লক্ষ পিস ইয়াবাসহ আটক-১

উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ১ লক্ষ পিস ইয়াবাসহ শরিফ হোসেন (২১) নামে এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিজিবি’র কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা মায়ানমার থেকে বাংলাদেশে এনে ক্রয়-বিক্রয় করবে।

এমন সংবাদের ভিত্তিতে তাঁরই নেতৃত্বে রেজুআমতলী বিওপির একটি চৌকস আভিযানিক টহলদল সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ৪.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উখিয়া উপজেলাধীন রাজাপালং ইউনিয়নের তুলাতুলী জলিলের গোদা নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে বর্ণিত স্থান থেকে ১ লক্ষ পিস ইয়াবাসহ কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত বশির আহম্মদের ছেলে শরিফ হোসেন (২১) নামক একজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরো জানান,আটককৃত মাদক কারবারীকে উদ্ধার ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাদেশ-এর আরও খবর