ভোটকেন্দ্রে নৌকা-জাপা প্রার্থীর আলিঙ্গন, ‘আমরা চাচা-ভাতিজা’

  বিশেষ প্রতিনিধি    21-06-2023    97
ভোটকেন্দ্রে নৌকা-জাপা প্রার্থীর আলিঙ্গন, ‘আমরা চাচা-ভাতিজা’

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ও জাতীয় পার্টির (জাপা) মেয়রপ্রার্থী সাইফুল ইসলাম স্বপন কোলাকুলি করেছেন।

বুধবার (২১ জুন) সকাল সাড়ে ১০টায় নগরীর আটকোষী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাদের এই সৌহার্দ্য ফুটে ওঠে। ভোটের মাঠে এমন সৌহার্দ্য দেখে খুশি হন ভোটাররা।

এই কেন্দ্রে ভোট দিতে আসেন লাঙ্গল প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। ভোট দেওয়ার আগে তিনি কিছুক্ষণ কেন্দ্রে দাঁড়িয়ে ছিলেন। তখন কেন্দ্র পরিদর্শনে আসেন নৌকার প্রার্থী খায়রুজ্জামান লিটন। তখনই দুজনের দেখা হলে তারা কোলাকুলি করেন।

কোলাকুলি করে সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘আমরা তো চাচা-ভাতিজা। আমাদের সম্পর্ক সব সময়ই ভালো।’

এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমরা শুরু থেকেই ভোটের মাঠে সোহার্দ্য বজায় রেখেছি।’

বুধবার সকাল ৮টা থেকে শহরের ৩০টি ওয়ার্ডের ১৫৫টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে। নির্বাচনে তিনজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ১১২ জন সাধারণ কাউন্সিলর ও ৪৬ জন সংরক্ষিত নারী আসনের প্রার্থী আছেন।

সারাদেশ-এর আরও খবর