শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত

  বিশেষ প্রতিনিধি    26-07-2023    159
শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত

শপথ নিয়েছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বুধবার (২৬ জুলাই) বিকালে সংসদের শপথ কক্ষে সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এ সময় শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম এবং আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।

উল্লেখ্য, গত ১৫ মে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। ১৭ জুলাই উপনির্বাচন অনুষ্ঠানের জন্য গত ১ জুন তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

১৭ জুলাই ঢাকা-১৭ আসনে ভোট গ্রহণের পর আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাতকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

সারাদেশ-এর আরও খবর