কক্সবাজারে জেলে পরিবারের নারীদের লবি মিটিং

  বিশেষ প্রতিনিধি    19-07-2023    86
কক্সবাজারে জেলে পরিবারের নারীদের লবি মিটিং

কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজার সদরের জেলে পরিবারের নারীদের নিয়ে লবি মিটিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ জুলাই) সকালে সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান।

তিনি বলেন, কোন নারী যেন পিছিয়ে না থাকে। সন্তানদেরকে সুশিক্ষায় গড়ে তুলার পাশাপাশি যারা যে কাজে অভিজ্ঞ তাদেরকে সেই কাজে লাগাতে হবে। বেকারমুক্ত বাংলাদেশ গড়ার জন্য সরকারি প্রতিষ্ঠানসমূহ কাজ করে যাচ্ছে।

প্রকল্প কর্মকর্তা সোহেল মাহমুদ এর সঞ্চালনায় প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন সদর কৃষি কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম।

ঘরের পাশে পড়ে থাকা অনাবাদি জমিতে কিভাবে কৃষি কাজ করে স্বাবলম্বী হওয়া যায় সে সম্পর্কে নারীদেরকে তিনি ধারণা দেন। পাশাপাশি কৃষি অফিস থেকে সরকারের পক্ষ থেকে দেওয়া সেবা সম্পর্কেও তাদেরকে অবগত করেন কৃষি কর্মকর্তা।

বক্তারা বলেছেন, জেলে পরিবারের অর্থনৈতিক সমৃদ্ধি ও স্বাবলম্বী করতে সরকারের পাশাপাশি বেসরকারি অনেক সংস্থা কাজ করছে। নারীদেরকে সমাজের মূল স্রোতে নিয়ে আসতে পারলেই সরকারের সফলতা।

সুইডবায়ো-এর আর্থিক সহায়তায় অনুষ্ঠিত লবি মিটিংয়ে কক্সবাজার সদরের সদর, খুরুশকুল, চৌফলদন্ডি ও পোকখালীর ৩০০টি জেলে পরিবারের নারী সদস্যের গ্রুপ প্রধানরা অংশগ্রহণ করেন।

সারাদেশ-এর আরও খবর