বন্যার্ত মানুষের পাশে নেই মৌসুমি মনোনয়ন প্রত্যাশীরা: এমপি কমল

  বিশেষ প্রতিনিধি    14-08-2023    86
বন্যার্ত মানুষের পাশে নেই মৌসুমি মনোনয়ন প্রত্যাশীরা: এমপি কমল

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ও গর্জনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। রবিবার (১৩ আগস্ট) দুপুরে তিনি ক্যাজরবিল বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এরপর তিনি গর্জনিয়া বটতলী এলাকায় যান। সেখানে বন্যা কবলিত মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনেন। এসময় তিনি বন্যায় ক্ষতি হওয়া বিভিন্ন এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

এর আগে তিনি গর্জনিয়া বাঁকখালী নদীর ভাঙন পরিদর্শন করেন। এসময় নদীর ভাঙনে ক্ষতি হওয়া মসজিদ ও রাস্তা দ্রুত সংস্কার করার আশ্বাস দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন গর্জনিয়া আওয়ামী লীগের সভাপতি ফরিদ আহমদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, মেম্বার ইমরানুল হক, ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফিজুর রহমান ও ছাত্রনেতা নেতা হাফিজুল ইসলাম চৌধুরী।

বিকালে সাংসদ সাইমুম সরওয়ার কমল কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদে যান। সেখানে শত শত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন। পরে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে তিনি নিজ হাতে তুলে দেন ত্রাণ সহায়তা।

ত্রাণ বিতরণ শেষে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনেক মৌসুমি পাখি মনোনয়নের জন্য উড়াল দিচ্ছেন। কিন্তু বন্যায় মানুষের পাশে তাঁদের দেখা যায়নি। প্রধানমন্ত্রীর বদন্যতায় গ্রাম হয়েছে শহর। অভূতপূর্ব উন্নয়ন দেখে মানুষ বিস্মিত। তাই আবারও সদর, রামু ও ঈদগাঁও আসন প্রধানমন্ত্রীকে উপহার দেয়া হবে।

এসময় জেলা পরিষদ সদস্য ফরিদুল আলম ও কচ্ছপিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু মোহাম্মদ ইসমাঈল নোমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাদেশ-এর আরও খবর