রাসিক নির্বাচন: ২৪ কেন্দ্রে খায়রুজ্জামান ২৭০০৭, লতিফ ১৭৯৯

  বিশেষ প্রতিনিধি    21-06-2023    105
রাসিক নির্বাচন: ২৪ কেন্দ্রে খায়রুজ্জামান ২৭০০৭, লতিফ ১৭৯৯

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। ১৫৫ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ২৪ কেন্দ্রের বেসরকারি প্রাথমিক ফলাফল হাতে এসেছে।

তাতে আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন পেয়েছেন ২৭ হাজার ৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির লতিফ আনোয়ার পেয়েছেন ১ হাজার ৭৯৯ ভোট।

বুধবার (২১ জুন) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে চলে ভোটগ্রহণ।

রাজশাহী সিটি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৮২। এর মধ্যে নতুন ভোটার সংখ্যা ৩০ হাজার ১৫৭। পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৬৭ জন, নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৮০৯ জন। হিজড়া ভোটার ৬ জন।

এই সিটিতে আওয়ামী লীগের প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন, জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম ও জাকের পার্টির প্রার্থী লতিফ আনোয়ার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

সারাদেশ-এর আরও খবর