কক্সবাজার পৌর নির্বাচনে যাঁরা মনোনয়নপত্র দাখিল করেছেন

  বিশেষ প্রতিনিধি    17-05-2023    92
কক্সবাজার পৌর নির্বাচনে যাঁরা মনোনয়নপত্র দাখিল করেছেন

কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ জন, ৪ টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন জন এবং ১২ টি সাধারণ কাউন্সিলর পদে ৬৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। অর্থাৎ মোট ৮৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার ১৬ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উৎসবমূখর পরিবেশে প্রার্থীরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে সোমবার ও মঙ্গলবার এসব মনোনয়নপত্র দাখিল করেন।

কক্সবাজার পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এস.এম শাহাদাত হোসেন এ তথ্য জানিয়েছেন। প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের সময় অন্যান্যদের সাথে কক্সবাজার পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাচন অফিসার শিমুল শর্মা এবং টেকনাফ উপজেলা নির্বাচন অফিসার বেদারুল ইসলাম উপস্থিত ছিলেন।

মেয়র পদে মনোনয়নপত্র জমাদানকরীরা হলেন-মাসেদুল হক রাশেদ (স্বতন্ত্র), জোসনা হক (স্বতন্ত্র), মো: মাহবুবুর রহমান চৌধুরী (আওয়ামী লীগ) জগদীশ বড়ুয়া (স্বতন্ত্র), মোহাম্মদ আল জোবায়ের চৌধুরী (স্বতন্ত্র), সরওয়ার কামাল (স্বতন্ত্র) এবং মোঃ জাহেদুর রহমান (ইসলামী আন্দোলন)।

সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১ (১, ২ ও ৩) নম্বর ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন-শাহেনা আকতার ও ফাতেমা বেগম মোট ২ জন।

সংরক্ষিত মহিলা ওয়ার্ড ২ (৪, ৫ ও ৬) নম্বর এ মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন-ইয়াছমিন আকতার, রোকেয়া আক্তার কেয়া, জেসমিন আক্তার, হেলেনাজ তাহেরা, সাবেকুন্নাহার ও চম্পা উদ্দীন। মোট ৬ জন।

সংরক্ষিত মহিলা ওয়ার্ড ৩ (৭, ৮ ও ৯) এ মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন-মমতাজ বেগম, সুমা দাশ, রোমেনা আফাজ, জাহেদা আক্তার, ছালেহা আক্তার ও শাহীনা আক্তার শাহীন। মোট ৬ জন।

সংরক্ষিত মহিলা ওয়ার্ড ৪ (১০, ১১ ও ১২) এ মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন-কোহিনুর ইসলাম ও নাছিমা আকতার। মোট ২ জন।

সাধারণ ওয়ার্ড নম্বর ১ এ মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন-জাহিদুল ইসলাম, মো: রিয়াজ উদ্দিন, মোস্তাক আহমদ, এস.আই.এম আকতার কামাল আজাদ, মো: আতিক উল্লাহ, রাহামত উল্লাহ, আবদুল মান্নান। মোট ৭ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ১০২৭৩ জন।

সাধারণ ওয়ার্ড নম্বর ২ এ মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন-এম. জাফর আলম হেলালী, মোঃ সাহাব উদ্দীন, শাহাদুল আলম, ফাতেমা শারমিন ও মিজানুর রহমান। মোট ৫ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৯১৬২ জন।

সাধারণ ওয়ার্ড নম্বর ৩ এ মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন-আবুল হোসেন, করিম উল্লাহ, মিঠুন কান্তি দাশ, আমিনুল ইসলাম, আবু আদনান ও মোহাম্মদ আমিনুল ইসলাম। মোট ৬ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৬১৭৫ জন।

সাধারণ ওয়ার্ড নম্বর ৪ এ মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন-আবদু গফফার, মোঃ আবদুল মাজেদ, এহেছান উল্লাহ, মিজানুল করিম, মোঃ দিদারুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন রিয়াদ, শামশুল আলম, ওমর ফারুক ও সিরাজুল হক। মোট ৯ জন।এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৮২৭৬ জন।

সাধারণ ওয়ার্ড নম্বর ৫ এ মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন-সাহাব উদ্দিন, মামুনুর রশিদ, মোঃ তাহের আলম, গোলাম আরীফ লিটন ও মোঃ জীবন। মোট ৫ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৭৮২৬ জন।

সাধারণ ওয়ার্ড নম্বর ৬ এ মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন-মোঃ জাবেদ মোস্তফা, ফজল করিম, মোঃ রিয়াজ মোর্শেদ, ওমর সিদ্দিক, মোহাম্মদ শাহজাহান ও জসিম উদ্দিন। মোট ৬ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৭২৫৩ জন।

সাধারণ ওয়ার্ড নম্বর ৭ এ মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন-ওসমান সরওয়ার টিপু, শামশুল আলম, আশরাফুল হুদা ছিদ্দিকী জামসেদ, মোঃ সাফায়াত কামাল সৌরভ, মোঃ জাহেদুল হক ও জাফর আলম। মোট ৬ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ১০১১১ জন।

সাধারণ ওয়ার্ড নম্বর ৮ এ মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন-খোরশেদ আলম চৌধুরী, বেলাল হোসেন, রাজ বিহারী দাশ ও উজ্জল কর। মোট ৪ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৭২৫৩ জন।

সাধারণ ওয়ার্ড নম্বর ৯ এ মনোনয়নপত্র দাখিকারীরা হলেন-জাহেদুল ইসলাম জাহেদ, মোঃ হেলাল উদ্দীন ও আবু ওবায়েদ্দীন নাছের। মোট ৩ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৭৩৪৬ জন।

সাধারণ ওয়ার্ড নম্বর ১০ এ মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন-সালাহ উদ্দিন সেতু ও আবছার কামাল। মোট ২ জন।

সাধারণ ওয়ার্ড নম্বর ১১ এ মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন-নুর মোহাম্মদ, মোঃ সেলিম রেজা, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, মোঃ শফিউল আলম, রিদুয়ান রশিদ ও মোঃ মহিন উদ্দীন। মোট ৭ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৬০০৫ জন।

সাধারণ ওয়ার্ড নম্বর ১২ এ মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন-এম.এ মনজুর, মোঃ এনামুল কবির, শামীম আহমদ, মোঃ শহিদুল ইসলাম শহীদ ও দিদারুল করিম। মোট ৫ জন। এ ওয়ার্ডে ভোটার সংখ্যা ৭১৮৪ জন।

কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডে সর্বোচ্চ সংখ্যক ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন ৪ নম্বর ওয়ার্ডে। কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডে সর্বনিম্ম সংখ্যক ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ নম্বর ওয়ার্ডে। এছাড়া সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১ (১, ২ ও ৩) নম্বর ওয়ার্ডে এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ড ৪ (১০, ১১ ও ১২) এর প্রত্যেকটিতে মাত্র ২ জন করে প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।ফাতেমা শারমিন নামক একজন মহিলাও ২ নম্বর সাধারণ ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিল করেছেন।

কক্সবাজার পৌরসভা নির্বাচনে ১৮ মে বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই করা হবে, ২৫ মে বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ২৬ মে শুক্রবার প্রতীক বরাদ্দ এবং ১২ জুন সোমবার ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। কক্সবাজার পৌরসভায় মোট ৯৫ হাজার ৩৮৬ জন ভোটার রয়েছে।

এদিকে, কক্সবাজার পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার স্বার্থে আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন করার জন্য কক্সবাজার জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এস. এম শাহাদাত হোসেন মনোনয়নপত্র দাখিলকারী সকল প্রার্থীর প্রতি অনুরোধ জানিয়েছেন। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

সারাদেশ-এর আরও খবর