রাজনৈতিক পরিচয়ের ঊর্ধে উঠে নাগরিক সেবা নিশ্চিত করব -মেয়র মাবু

  বিশেষ প্রতিনিধি    15-06-2023    96
রাজনৈতিক পরিচয়ের ঊর্ধে উঠে নাগরিক সেবা নিশ্চিত করব -মেয়র মাবু

কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহাবুবুর রহমান চৌধুরীকে গণসংবর্ধনা দিয়েছে সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ।

বুধবার (১৪ জুন) রাতে পৌরসভা মার্কেট চত্বরে সংবর্ধনায় বিভিন্ন মার্কেট, ব্যবসায়ী সংগঠন ও সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নতুন পৌর পিতার এই সংবর্ধনাকে ঘিরে ব্যবসায়ী সমাজের মধ্যে দেখা গিয়েছে ব্যাপক আনন্দ, উচ্ছ্বাস। সবাই প্রাণ খুলে মেতেছে। কথা বলেছে। কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে নৌকার বিজয়ের গল্প শুনিয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে শুধু ব্যবসায়ী নয়, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। টানা তিনবারের অপরাজিত কাউন্সিলর থেকে মেয়র পদে অধিষ্ঠিত মাহাবুবুর রহমান চৌধুরীর প্রতি অকুন্ঠ ভালোবাসা দেখিয়েছে পৌরবাসী।

কক্সবাজারস্থ সাতকানিয়া লোহাগাড়া সমিতির সভাপতি আলহাজ্ব ফরিদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, এই শহরে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ থাকবে না। অপরাধীদের প্রতিরোধে ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।

আমি দল মত নির্বিশেষে সবার ভোটে মেয়র নির্বাচিত হয়েছি। রাজনৈতিক পরিচয়ের ঊর্ধে উঠে নাগরিক সেবা নিশ্চিত করব।

তিনি বলেন, নাগরিকদের সর্বোচ্চ সম্মান আমি প্রদান করব। আমার কাছে কেউ অপমানিত হবে না। যার প্রাপ্য সে পাবে।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে মেয়র মাহবুব বলেন, আপনারা নিরাপত্তার সাথে ব্যবসা বাণিজ্য করবেন। যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে আছি। আপনাদের সমর্থন, ভালোবাসায় আমি চিরঋণী হয়ে থাকলাম।

পৌরসভার ১২টি ওয়ার্ডে নাগরিক সেবা নিশ্চিত করতে স্থানীয় কাউন্সিলর এবং মান্যগণ্য ব্যক্তিদের সমন্বয়ে কমিটি গঠনের মাধ্যমে কাজ করবেন বলেও জানিয়েছেন নবনির্বাচিত মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী।

শ্রমিক নেতা সাহাব উদ্দিন ও ব্যবসায়ী নেতা শহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন, বিশিষ্ট ব্যবসায়ী নেতা মোস্তাক আহমেদ, প্রবীন জুয়েলারি ব্যবসায়ী হাজি ওসমান গনি, কক্সবাজারস্থ সাতকানিয়া লোহাগাড়া সমিতির সাধারণ সম্পাদক জেবর মুল্লুক, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি রফিক মাহমুদ, ৩ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আমিনুল ইসলাম মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী এস্তাফিজুর রহমান, কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সহসভাপতি আলহাজ্ব নুরুল কবির চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল হাশেম সওদাগর, সাবেক আহবায়ক শওকত ওসমান পিয়ারু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপদেষ্টা মাওলানা ওমর ফারুক, বাবু নারায়ন দাশ, সহসাধারণ সম্পাদক খালেদ ওমর রানা, সাংগঠনিক সম্পাদক আবু আহমেদ, বিশিষ্ট পর্যটন ব্যবসায়ী আবদুর রহমান, বৃহত্তর বার্মিজ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী সভাপতি মুছা কলিমুল্লাহ, আবাসিক হোটেল ব্যবসায়ী সমিতির নেতা হাসান তালুকদার, বস্ত্র ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ১২ নং ওয়ার্ডে নৌকার নির্বাচনী টিম লিডার আবদুল খালেক, এবিসি রোডের ব্যবসায়ী নেতা হাবিবুর রহমান, মাবুর নির্বাচন পরিচালনা কমিটির টিম লিডার হেলাল উদ্দিন, মোস্তফা কামাল মিন্টু, বড়বাজার মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সিরাজুল মোস্তফা, সহ-সভাপতি নুরুল ইসলাম বাদশা।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কক্সবাজার ঈদগাহ ময়দান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ আবদুল কাইয়ুম।

সারাদেশ-এর আরও খবর