টেকনাফে অপহরণের পর তিন বন্ধুকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

  বিশেষ প্রতিনিধি    17-06-2023    84
টেকনাফে অপহরণের পর তিন বন্ধুকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে অপহরণের পর তিন বন্ধুকে হত্যা মামলার প্রধান আসামি ইসমাইল (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আব্দুল হালিম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।



তিনি বলেন,বৃহস্পতিবার বিকেলে টেকনাফ উপজেলার হাবিরছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ঘটনায় টেকনাফ মডেল থানায় দায়েরকৃত মামলায় ইসমাইলকে প্রধান আসামি করা হয়।

ওসি আরও বলেন, এ ঘটনায় মামলা হওয়ার পর থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে একাধিকবার গহীন পাহাড়সহ বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। এরমধ্যে টেকনাফ থানা পুলিশ ভুক্তভোগী মো. রুবেলের ব্যবহৃত মোবাইল ফোনসহ দুইজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।

আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে দমদমিয়া গহীন পাহাড় থেকে ভুক্তভোগীদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয় ও কিছু রোহিঙ্গা সন্ত্রাসী জড়িত রয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ৬ আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা তদন্তপূর্বক প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে টেকনাফ মডেল থানার পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

সারাদেশ-এর আরও খবর