১৫ কোটি টাকার জমি উদ্ধার সহকারী কমিশনারের হাত ধরে

  বিশেষ প্রতিনিধি    04-01-2024    37
১৫ কোটি টাকার জমি উদ্ধার সহকারী কমিশনারের হাত ধরে

ঢাকা জেলার লালবাগে হাজারীবাগ মৌজার ১ তলা টিনশেড বাড়িসহ ১৫ কোটি টাকা মূল্যের ১২ শতক সরকারি জমি উদ্ধার করেন ঢাকা জেলা প্রশাসন।

গত মঙ্গলবার (২ জানুয়ারী ) ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমানের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিবলী সাদিকের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ( ভুমি) নাজমুল হুসাইন।

অবৈধভাবে নির্মিত হাজারীবাগ মৌজার অর্পিত সম্পত্তি ইপি কেস নং-৯১৫/৬০ এর এস.এ-৩৪২৩ নং দাগে ১১.৯২ শতাংশ পাকা টিনশেড বাড়ি হতে পঁচিশ (২৫) জন অবৈধ দখলদারকে উচ্ছেদ করেন।

এ বিষয়ে জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, ঢাকা জেলা প্রশাসন ‘ক’ তালিকাভুক্ত সরকারি সম্পত্তি নিয়মিত উদ্ধার অভিযানের অংশ হিসেবে গতকাল হাজারীবাগ মৌজায় অভিযান পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে সরকারি জমি অবৈধ দখলদার হতে উদ্ধার করা হবে।

এসময় জেলা প্রশাসনের পক্ষে সরকারি দখল সংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করা হয়। অভিযান পরিচালনার ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোঃ আতাউর রহমানসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

সারাদেশ-এর আরও খবর