নাটোরে পিস হিসেবে তরমুজ বিক্রির নির্দেশ

  বিশেষ প্রতিনিধি    17-03-2024    33
নাটোরে পিস হিসেবে তরমুজ বিক্রির নির্দেশ

নাটোরে তরমুজ কেজি হিসেবে বিক্রি করলেই জরিমানা গুণতে হবে। সেই সঙ্গে তরমুজ পিস হিসেবে বিক্রির নির্দেশ দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৬ মার্চ) দুপুরে বাজার তদারকির অভিযান শেষে এই নির্দেশনা দেন নাটোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।

বিষয়টি নিশ্চিত হতে সন্ধ্যায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঢাকা পোস্টকে বলেন, আমরা সব পণ্যের বাজার নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আগামীকাল থেকে নাটোরে কোনো ব্যবসায়ী কেজি হিসেবে তরমুজ বিক্রি করতে পারবেন না। এই নির্দেশনা প্রতিপালনে সব পাইকারী এবং খুচরা বিক্রেতারা আমাকে নিশ্চয়তা দিয়েছে। তবে এ নির্দেশনা অমান্য করে কেজি হিসেবে পুনরায় তরমুজ বিক্রি করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, অভিযান চালিয়ে শহরের নিচাবাজারের দুইটি ফলের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সারাদেশ-এর আরও খবর