কউকে নব নিয়োগ প্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের যোগদান সম্পন্ন

  বিশেষ প্রতিনিধি    10-09-2023    56
কউকে নব নিয়োগ প্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের যোগদান সম্পন্ন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে (কউক)-এ নব নিয়োগপ্রাপ্ত ৪৮জন কর্মকর্তা ও কর্মচারী বিভিন্ন পদে যোগদান করেছেন।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় কউক ভবনের মাল্টিপারপাস হলে নব নিয়োগপ্রাপ্তদের যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন।

প্রধান অতিথির বক্তৃতায় কাজী ওয়াছি উদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পরে যারা দেশ পরিচালনা করেছিল তাদের দ্বারা দেশের উন্নয়ন হয়নি। ২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনের কারণে বাংলাদেশে আজ আমূল পরিবর্তন হয়েছে।

পদ্মা সেতু, কর্ণফূলী টানেলসহ অনেক মেগা প্রকল্প বাস্তবায়িত হয়েছে। তাঁর দূরদৃষ্টির কারণে আমরা সমুদ্রসীমা জয় করেছি। বিশ্বব্যাপি চলমান নানা সংকট সত্ত্বেও তাঁর সুদক্ষ নেতৃত্বে দেশের অগ্রগতি চলমান রয়েছে।’

নব নিয়োগ প্রাপ্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কক্সবাজারে বড় বড় মেগা প্রকল্পের কাজ চলছে। এখানকার বিশাল সমুদ্র প্রকৃতির অপার দান। এই সমুদ্র সম্পদকে সুষ্ঠুভাবে ব্যবহার করা আমাদের দায়িত্ব।

তোমাদের সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে কক্সবাজারকে একটি পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে হবে। জনগণের সেবা প্রাপ্তি নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়নে সকলের অংশগ্রহণ ও আন্তরিক প্রচেষ্টার প্রয়োজন। সকলে মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।’

কউক চেয়ারম্যান কমডোর মোহাম্মদ নুরুল আবছার (অব.) বলেন, ‘বঙ্গবন্ধুর সুদূর প্রসারী স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে দেশ। মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারকে ঢেলে সাজানোর উপর গুরুত্ব আরোপ করেছেন বিধায় ইতিমধ্যে কক্সবাজারের ব্যাপক উন্নয়ন হয়েছে। পাশাপাশি অনেকগুলো মেগা প্রকল্পের কাজও চলমান রয়েছে।

কউক-ও কক্সবাজারকে একটি সমৃদ্ধ পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। নবনিযুক্তদের দায়িত্ব হবে কউকের কাজকে আরও ত্বরান্বিত করা ও উন্নত করা। আপনাদের নিজের কাজকে ভালোবাসতে হবে এবং এটিকে জীবনের সর্বোচ্চ অবলম্বন হিসেবে ধারণ করতে হবে। আপনাদের আন্তরিক প্রচেষ্টায় কউক উন্নতির শিখরে পৌঁছাবে।’

কউক চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কউকের সদস্য (প্রকৌশল) লে. কর্নেল তাহসিন বিন আলম, কউক সচিব (সিনিয়র সহকারী সচিব) মোঃ আবুল হাসেম সহ কউকের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সারাদেশ-এর আরও খবর