বিশ্ব ইজতেমার মাঠে অসুস্থ হয়ে আরও চারজনের মৃত্যু

ইজতেমা মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে

  বিশেষ প্রতিনিধি    14-01-2023    201
বিশ্ব ইজতেমার মাঠে অসুস্থ হয়ে আরও চারজনের মৃত্যু

টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় যোগ দেওয়া আরও চার মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) দিবাগত মধ্যরাত থেকে শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা পর্যন্ত বার্ধ্যক্যজনিত রোগে তাদের মৃত্যু হয়। এ নিয়ে এখন পর্যন্ত ইজতেমার প্রথম পর্বে যোগ দেওয়া মোট সাত মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেলো।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে নতুন করে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাত আড়াইটায় খুলনার ডুমুরিয়া উপজেলার মলমলিয়া গ্রামের মোফাজ্জল হোসেন খান (৭০), ভোর ৪টায় ঢাকার কেরানীগঞ্জ উপজেলার হাজী মোহাম্মদ হাবিব উল্লাহ হবি (৬৮), ভোর ৫টায় নরসিংদীর মনোহরদী উপজেলার মাছিমপুর গ্রামের হাবিবুর রহমান হবি (৭০) এবং সকাল সাড়ে ৬টায় চট্টগ্রাম সদর থানার রাউজান গ্রামের আব্দুল রাজ্জাক (৭০) মৃত্যুবরণ করেন। তারা প্রত্যেকেই বার্ধ্যক্যজনিত রোগে ভুগগছিলেন বলে জানান ওসি। ইজতেমা ময়দানে তাদের জানাজা সম্পন্ন হয় বলেও জানান ওসি।

এর আগে, বৃহস্পতিবার সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের হেমুবটে পাড়া গ্রামের নুরুল হক (৬৩) এবং গাজীপুর মেট্রো সদর থানার ভুরুলিয়া এলাকার আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০) ইজতেমা মাঠে অসুস্থ হয়ে মারা যান। শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মধ্য কামারপাড়া গ্রামের আক্কাস আলী সিকদার (৫০) ইজতেমা মাঠে মারা যান।

সারাদেশ-এর আরও খবর