ডেঙ্গুতে মৃত্যু ৫, নতুন রোগী ৪৪০

  বিশেষ প্রতিনিধি    28-10-2022    160
ডেঙ্গুতে মৃত্যু ৫, নতুন রোগী ৪৪০

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৪৪০ জন। তাদের ১৭৯ জন ঢাকার এবং ঢাকার বাইরের ১৬১ জন। একই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫ জনের। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন মোট ১২৮ জন।

শুক্রবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৫৩৯ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকার ৫৩টি হাসপাতালেই আছেন ২ হাজার ২৮০ জন, আর বাকি এক হাজার ২৭৯ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৫ হাজার ২৬২ জন রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ২৪ হাজার ৩৭২ জন এবং ঢাকার বাইরে ১০ হাজার ৮৯০ রয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩১ হাজার ৫৯৫ জন। তাদের মধ্যে ঢাকায় ২২ হাজার ১৯ জন, আর অন্যান্য বিভাগের আছেন ৯ হাজার ৫৭৬ জন।

সারাদেশ-এর আরও খবর