ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

  বিশেষ প্রতিনিধি    07-01-2024    26
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ রবিবার সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। নির্বাচনে দেশের বিভিন্ন অসংখ্য ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করেছে প্রশাসন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে স্থায়ী ও অস্থায়ী মিলে ভোটকেন্দ্রের সংখ্যা ৮৯২টি। এর মধ্যে ৪০৯ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তমাল হোসেন জানান, সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের ৮৯২টি ভোটকেন্দ্রের মধ্যে ৪০৯টি ঝুঁকিপূর্ণ রয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে ভোটের মাঠে ৩৪ জন নির্বাহী মাজিস্ট্রেট, ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীর ২৩টি পেট্রোল টিম, ১৫ প্লাটুন বিজিবি সদস্য, র্যাব ও আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন।সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা: তালা উপজেলার ৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে চারটি অধিক গুরুত্বপূর্ণ ও ৪৭টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাকি ৪২টি কেন্দ্র সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব গুরুত্বপূর্ণ কেন্দ্রসহ সর্বত্র সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা: মোরেলগঞ্জে ১১০ ভোটকেন্দ্রের মধ্যে ৭১টি ঝুঁকিপূর্ণ ও ১৫টি অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। শনিবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান জানিয়েছেন, ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে সুষ্ঠু পরিবেশে যাতে ভোট দিতে পারেন সেজন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মোরেলগঞ্জ থানার ওসি মো. শামসুদ্দীন বলেন, দুর্গম এলাকায় যোগাযোগব্যবস্থা খারাপ থাকায় ১১০টি কেন্দ্রের মধ্যে ১৫টি অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঐসব কেন্দ্রে সার্বক্ষণিক পুলিশের ১৪টি স্ট্রাইকিং টিম টহলরত অবস্থায় থাকবে।

নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনে নিয়ামতপুর উপজেলার আটটি ইউনিয়নের ৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ২৩টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিভিন্ন দিক বিবেচনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।

নিয়ামতপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদ বলেন, ভোটাররা যেন শান্তিপূর্ণভাবে কেন্দ্রে এসে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন সেজন্য পুলিশ, বিজিবি, আনসার ও সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবে। এছাড়া মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, কুইক রেসপন্স টিম এবং জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা: মনোহরগঞ্জের ৬০টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণের তালিকায় রয়েছে ২১টি। নিরাপত্তা বিবেচনায় ভোটকেন্দ্রগুলোতে বসানো হয়েছে সিসি ক্যামেরা।

সারাদেশ-এর আরও খবর