কাজী নজরুল ইসলাম ছিলেন জীবন ও শিল্পের অনুরাগী

  বিশেষ প্রতিনিধি    25-05-2023    80
কাজী নজরুল ইসলাম ছিলেন জীবন ও শিল্পের অনুরাগী

“আয়রে আয় ধুমেতু, আঁধারে বাঁধ অগ্নিসেতু” এই শ্লোগানে কক্সবাজারে নানা আয়োজনে উদযাপিত হয়েছে “নজরুল জয়ন্তী”। বৃহস্পতিবার পাবলিক লাইব্রেরীর বটতলায় গান, আবৃত্তি, নৃত্য ও কথামালার আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার। সব পরিবেশনায় ছিল নজরুলের প্রেম, বিদ্রোহী ও সাম্যের জয়গান। এতে অংশ নেয় সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।

এর আগে বর্ণাঢ্য অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলনের সভাপতিত্বে কথামালায় অংশ নেয় কক্সবাজার থিয়েটারের সাধারণ সম্পাদক সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য এডভোকেট তাপস রক্ষিত, জেলা খেলনাঘরের সভাপতি সুবিমল পাল পান্না, সাধারণ সম্পাদক কবি জসিম উদ্দিন ও সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সভাপতি খোরশেদ আলম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মনির মোবারক।

বক্তারা বলেন, “কাজী নজরুল ইসলাম ছিলেন জীবন ও শিল্পের অনুরাগী। তিনি যেমন বিদ্রোহী ছিলেন তেমনি ছিলেন প্রেমিকও। সমতা ও শ্রেণি বিভেদহীন সমাজ গড়তে তিনি কলম চালিয়েছেন সর্বদা। ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি ছিলেন সবার। তার সুরের চর্চায় জীবনকে রাঙ্গাতে হবে। শিখতে হবে অসাম্প্রদায়িকতা ও মানবতার গান।”

শহীদ দৌলত ময়দানের বটতলায় স্বতঃস্ফূর্ত অংশ নেয় নজরুল ভক্তরা। এসময় অনেকেই হারিয়ে যায় জাতীয় কবি নজরুলের গান ও কবিতার মোহে।

সারাদেশ-এর আরও খবর