সংসারে শান্তিতে থাকার বুদ্ধি দিলেন প্রধানমন্ত্রী!

  বিশেষ প্রতিনিধি    21-06-2023    108
সংসারে শান্তিতে থাকার বুদ্ধি দিলেন প্রধানমন্ত্রী!

সংসারে শান্তি বজায় রাখতে নারী-পুরুষের পরস্পরের প্রতি সহযোগিতাপূর্ণ মানসিকতা দেখানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের পরামর্শের পক্ষে উদাহরণ দিয়ে বলেছেন, ‘স্বামী স্ত্রী দুজন একসঙ্গে বাসায় ফিরে দেখা যায় স্বামী এক কাপ চায়ের জন্য স্ত্রীকে বলে। কিন্তু দুজন মিলে যদি দুই কাপ চা বানিয়ে খেতে খেতে টিভি দেখে, গল্প করে তাহলে কিন্তু ভালো সময় কাটাতে পারে।’

উত্তর দেওয়ার পর মুচকি হেসে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সংসারে শান্তির বুদ্ধি দিলাম!’ বুধবার (২১ জুন) দুপুরে গণভবনে সুইজারল্যান্ড ও কাতার সফর সম্পর্কে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রসঙ্গক্রমে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

নারীর ক্ষমতায়সহ সম্পত্তিতে তাদের অধিকার বাড়ানো নিয়ে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রী জানান- বর্তমান সরকার নারীদের ক্ষমতায়ন, চাকরিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে।

তবে কর্মজীবী নারীদের কাজের বাইরেও পরিবারে তাদের যে পরিমাণ কাজ করতে হয় তার মূল্যায়ন হয় না বলে মনে করেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বলেন, ভূমিহীনদের জন্য সরকার জমিসহ বাড়ির ব্যবস্থা করে দিয়েছে। জমি কিন্তু স্বামী-স্ত্রী দুজনের নামেই দেওয়া হয়েছে। কিন্তু বলা তো যায় না নতুন ঘর পেয়ে যদি আবার স্বামী নতুন বউ নিয়ে আসে! এজন্য যদি এমন কিছু হয় তাহলে কিন্তু স্ত্রী হবে ঘরের মালিক সেটা বলে দিয়েছি।

এসময় তিনি প্রশ্নকর্তার উদ্দেশে বলেন, নারীরা কিন্তু স্বামীর বাড়ি আবার বাবার বাড়ি দুদিক থেকেই সম্পদ পান। এটা তাদের জন্য ভালো। কিন্তু তারা যে ঘরে কাজ করেন সেটা ধরা হয় না। এজন্য ঘরের কাজে যদি স্বামী সহযোগিতা করে দুজনে মিলে কাজ করে তাহলে কিন্তু ভালো হয়। হাড়ি-পাতিলও যদি ধোয়ার জন্য সহযোগিতা করে এতে লজ্জার কিছু নেই।

সারাদেশ-এর আরও খবর