সেন্টমার্টিনের সাগরে ১০টি বস্তায় মিলল ৭ লক্ষ পিস ইয়াবা

  বিশেষ প্রতিনিধি    28-03-2023    137
সেন্টমার্টিনের সাগরে ১০টি বস্তায় মিলল ৭ লক্ষ পিস ইয়াবা

টেকনাফের সেন্টমার্টিনদ্বীপে অভিযান চালিয়ে ৭ লক্ষ পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার (২৮ মার্চ) ভোররাতে সেন্টমার্টিন উপক‚লের দক্ষিণ-পূর্ব এলাকায় একটি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান (বিএন) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের অধিনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন উপক‚লের আনুমানিক ১.৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূব একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মিয়ানমার থেকে একটি কাঠের বোটকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখা যায়।

বোটটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা বোটটিকে থামার সংকেত দেয়া হয়। এসময় বোটের মাঝি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোটটি না থামিয়ে দ্রæত মিয়ানমারের সীমানার দিকে পালাতে থাকে। কোস্টগার্ড সদস্যরা সন্দেহজনক বোটটিকে ধাওয়া করতে থাকে,্ এক পর্যায়ে বোটটি আলামত ধ্বংসের লক্ষে পলিথিনে মোড়ানো বাদামী রঙের কিছু প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দিয়ে দ্রæত মিয়ানমারের সীমানায় চলে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা সর্বমোট ১০টি বস্তা পানি থেকে উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তাগুলো তল্লাশী চালিয়ে সর্বমোট ৭ লক্ষ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরো জানান, জব্দকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

সারাদেশ-এর আরও খবর