শনিবার কক্সবাজার মাতাতে আসছেন শিল্পী মমতাজ

  বিশেষ প্রতিনিধি    23-05-2023    92
শনিবার কক্সবাজার মাতাতে আসছেন শিল্পী মমতাজ

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে শনিবার ২৭ মে মানবপাচার বিরোধী কনসার্টে গান গাইবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী সংসদ সদস্য মমতাজ বেগম। বাংলাদেশের সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় মানবপাচার প্রতিরোধে কর্মরত উইনরক ইন্টারন্যাশনাল এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কক্সবাজার মাতাবেন শিল্পী মমতাজ। অনুষ্ঠানে গান এবং মানব পাচার প্রতিরোধে সচেতনতা, সমাজে মানব পাচারের শিকার সারভাইভারদের অধিকার বিষয়ক উইনরক ইন্টারন্যাশনাল প্রণীত প্রামাণ্যচিত্র ‘আগুন পাখি’ প্রদর্শন করা হবে।

উইনরক ইন্টারন্যাশনাল এর “আশ্বাস : মানব পাচার থেকে উদ্ধারকৃত নারী ও পুরুষদের জন্য” প্রকল্পের মাসব্যাপী প্রচারণার পার্ট হিসেবে দেশে মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের সুরক্ষা কার্যক্রমে দেশের চার জেলায় ‘সচেতনতামূলক কনসার্ট ও প্রামাণ্যচিত্র প্রদর্শন’ এর অংশ হিসাবে এ আয়োজন করা হচ্ছে।

ইতোমধ্যে খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলায় একই আয়োজন সম্পন্ন হয়েছে। আগামী ২৭ মে কক্সবাজারে সমাপনী কনসার্ট অনুষ্ঠিত হবে। সবার জন্য উন্মুক্ত কনসার্টটি বিকেল ৪টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে বলে জানা গেছে।

সারাদেশ-এর আরও খবর