কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান, গ্রেপ্তার-১৬

  বিশেষ প্রতিনিধি    19-02-2023    236
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান, গ্রেপ্তার-১৬

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্যরা।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে গ্রেপ্তারকৃতদের কক্সবাজার জেল হাজতে প্রেরণ করা হয়।

শুক্রবার দিনব্যাপী উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা বিভিন্ন হত্যা মামলার এজাহার নামীয় আসামি।

এছাড়া রোহিঙ্গা ক্যাম্পে সংগঠিত ঘটনায় জড়িত থাকার সন্দেহ কয়েকজন রোহিঙ্গাকে আটক করা হয় বলে জানিয়েছে এপিবিএন।

আটককৃতরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত ফারুক আহমেদের ছেলে মোস্তাক (৩৫), মৃত মোহাম্মদ হোসেনের ছেলে সোনা আহম্মদ (৩৪), শুক্কু মাঝির ছেলে মোহাম্মদ ছলিম (১৯), মৃত সাকের আহমদের ছেলে মোহাম্মদ তৈয়ব (২৫), মৃত আবু তালেবের ছেলে হোসেন জোহর (২২), টেকনাফের শাল বাগান রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল হকের আলী জোহার (২৮),

মাহামুদুর রহমানের ছেলে মো. ইউসুফ (২৭), আলী হোছনের ছেলে মো. আমির হাকিম (৪০), মৃত অসিউর রহমানের ছেলে মোহাম্মদ শফি (৩২), সমছুর আলমের ছেলে আনোয়ার শাহ (১৮), মৃত ফিরোজ আহমেদের ছেলে কামাল হোসেন (৩১), মৃত আবুল কাশিমের ছেলে মো. আলী জোহর (৪২), আব্দুল সমদের ছেলে মো. হারুন (২৩), মৃত আমির হাকিমের ছেলে মো. সলিম (৩০), মৃত আশু জামার ছেলে মো. রফিক (৩০) ও মৃত শুক্কুরের ছেলে সাইফুল আলম (৪০)।

এদের মধ্যে ১২ জন এজাহার নামীয় আসামি। বাকি চারজন সন্দেহভাজন আসামি।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী।

সারাদেশ-এর আরও খবর