শেখ হাসিনার নেতৃত্বেই জাতীয় নির্বাচন হবে

১৪ দলের সভায় এডভোকেট ফরিদ

  বিশেষ প্রতিনিধি    02-08-2023    104
শেখ হাসিনার নেতৃত্বেই জাতীয় নির্বাচন হবে

বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র ধংস করে শেখ হাসিনার নেতৃত্বেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে ১৪ দলের প্রধান সমন্বয়ক ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসীম সাহসিকতা, প্রজ্ঞা, সততা ও দক্ষতায় বাংলাদেশকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছেন তখন সুগভীর ষড়যন্ত্র চলছে।

দেশবিরোধী চক্রান্তকারীরা অপশক্তির সহায়তায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি শক্তির অপ্রয়োজনীয় হস্তক্ষেপকে উৎসাহিত করছে। একটি চিহ্নিত মহল দেশের সাংবিধানিক সরকার ব্যবস্থা ব্যাহত করার ষড়যন্ত্র করছে। পাশাপাশি চক্রান্তকারীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্রেও লিপ্ত রয়েছে বলে দাবী করেন জেলা আওয়ামী লীগের শীর্ষ এই নেতা।

বুধবার সন্ধ্যায় শহরের লালদিঘীর পাড়স্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত ১৪ দল আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, জেলা জাসদের সাধারণ সম্পাদক এড. আবুল কালাম, জেলা আওয়ামী লীগ নেতা আবদুল খালেক, খোরশেদ আলম কুতুবী, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন হাসান শাহেদ, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মাসু প্রমুখ।

এছাড়া সভায় জেলা আওয়ামী লীগ নেতা এড. তাপস রক্ষিত, খালেদ মিথুন, আশরাফ উদ্দিন আহমদ, অধ্যাপক ইকবাল হোসাইন মোহাম্মদ মহীদুল্লাহ, আহসান সুমন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, অধ্যাপক রোমেনা আকতার, মির্জা ওবাইদ রুমেল, রামু উপজেলা ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা সালাহ উদ্দিন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মইন উদ্দিন, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক এড. রফিক উদ্দিন চৌধুরী, জাতীয় যুব জোটের সভাপতি অজিত কুমার দাশ, সদর উপজেলা জাসদের সভাপতি প্রদীপ দাশ, শ্রমিক জোটের সভাপতি আবদুল জব্বার, সাধারণ সম্পাদক আবদুল হক, যুব জোটের সাধারণ সম্পাদক আবদুর রহমান, সদর জাসদের সাধারণ সম্পাদক তৈয়ব আলী, জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদাত হোসাইন, জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য জিকু পাল, জেলা যুব মৈত্রীর সভাপতি বেলাল হোসেন, যুব মৈত্রী পৌর সভাপতি মো: রাসেল, ১৪ দলের নুরুল আলম, মোঃ রুবেল, জামশেদ উদ্দিন, শ্রমিক লীগ নেতা খোরশেদ আলম সহ ১৪ দলের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাদেশ-এর আরও খবর