নানা শ্রেণি-পেশার মানুষের সাথে কক্সিয়ান এক্সপ্রেসের ইফতার

  বিশেষ প্রতিনিধি    08-04-2023    216
নানা শ্রেণি-পেশার মানুষের সাথে কক্সিয়ান এক্সপ্রেসের ইফতার

কক্সবাজারের নানা শ্রেণি-পেশার মানুষের সাথে দোয়া ও ইফতার করেছে বাংলাদেশ সরকার নিবন্ধিত জেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠন ‘কক্সিয়ান এক্সপ্রেস।’

শুক্রবার (৭ এপ্রিল) শহরের কলাতলির একটি তারকা মানের হোটলে অনুষ্ঠিত মাহফিলে পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী, এনজিওকর্মী, জেলার বিভিন্ন সংগঠকসহ কক্সিয়ানের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

কক্সিয়ান এক্সপ্রেসের সভাপতি, পরিবেশ ও সংবাদকর্মী ইরফান উল হাসানের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় প্রথম অধিবেশনে সংগঠনের সদস্যদের পরিচিত, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাদে আছর মূল অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা সভাপতি মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী।

সংগঠনের সদস্য সাহেদুল ইসলাম রায়হানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, বাপা কক্সবাজার জেলা শাখার সহ সভাপতি সাংবাদিক এইচ এম এরশাদ, জেলা বাপা’র সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, কক্সবাজার নিউজ (সিবিএন) এর বার্তা সম্পাদক ও জেলা বাপার সহ-সভাপতি ইমাম খাইর, সাংগঠনিক সম্পাদক এইচ এম নজরুল ইসলাম, সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম বেদারুল আলম, রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শোয়েব সাঈদ, সদর উপজেলা বাপা সভাপতি এনামুল হক চৌধুরী, দৈনিক যুগান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, গবেষক ও পরিবেশকর্মী মোহাম্মদ হোসাইন, চ্যানেল টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি আজিম নিহাদ, শহর বাপার সভাপতি কফিল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক উছেন তুয়েন, অনলাইন নিউজ পোর্টাল সিবি টুয়েন্টি ফোরের সম্পাদক মহিউদ্দিন মাহি।

এছাড়া নদী পরিব্রাজক দল, সূর্যের হাসি যুব সংঘ, সিএইচআরডিএফ, কক্সবাজার ব্লাড ডোনারস সোসাইটি, ইয়াসিদ, কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউজ অফিসার্স এসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাদেশ-এর আরও খবর