গোপন জায়গায় সালাহউদ্দিন আহমেদ‘র ৬১ দিন

  বিশেষ প্রতিনিধি    08-06-2023    111
গোপন জায়গায় সালাহউদ্দিন আহমেদ‘র ৬১ দিন

কক্সবাজার-১ আসনের এমপি ও প্রভাবশালী বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে অস্ত্রধারী ব্যক্তিরা তাকে চোখ বেঁধে এবং হ্যান্ডকাফ পরিয়ে তুলে নিয়ে যায়।

তারপর প্রায় ৬১ দিনের মতো একটা গোপন জায়গায় তাকে আটক করে রাখে।

এরপর ২০১৫ সালের ১০ মে তারা দুপুরের দিকে চোখ বাঁধা এবং হ্যান্ডকাফ পরা অবস্থায় একটি গাড়িতে তাকে নিয়ে রওনা দেয়।

তিনি দাবি করেন, এরপর তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিলংয়ে রেখে এসেছিল।

সোমবার রাতে ডয়েচে ভেলেকে এ সাক্ষাৎকারটি দেওয়ার সময় দেশে ফেরা নিয়েও কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ভারতে বাংলাদেশ দূতাবাসের গুয়াহাটিতে একটা সহকারী হাইকমিশন আছে।

তিনি সেখানে ৮ মে আনুষ্ঠানিকভাবে নিজের জন্য একটি ট্রাভেল ডকুমেন্ট বা ট্রাভেল পাস পেতে আবেদন করেছেন।

কিন্তু এখনো পর্যন্ত কোনোরকম সাড়া পাননি।

বর্তমানে শিলং অবস্থান করা এই রাজনীতিবিদ যে কোনো পরিস্থিতিতেই বাংলাদেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়ে বলেন, যদি তারা (বাংলাদেশি কর্তৃপক্ষ) আমাকে ট্রাভেল পাস ইস্যু না করে, সে ক্ষেত্রে কিছু করা যায় কি না দেখা যাবে।

সারাদেশ-এর আরও খবর