সিত্রাং : সেন্টমার্টিন ঢেউয়ের আঘাতে ১৩ ট্রলার ক্ষতিগ্রস্ত

  বিশেষ প্রতিনিধি    25-10-2022    190
সিত্রাং : সেন্টমার্টিন ঢেউয়ের আঘাতে ১৩ ট্রলার ক্ষতিগ্রস্ত

সেন্টমার্টিন দ্বীপে ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে উচ্চ জোয়ারে উত্তাল ঢেউয়ের আঘাতে ১৩ টি মাছ ধরার ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে কেউ হতাহত বা নিখোঁজের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মো. মুজিবুর রহমান জানান, সোমবার সকাল ১১ টায় সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব সমুদ্র উপকূলে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় কোন হতাহত বা নিখোঁজের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

মুজিবুর রহমান বলেন, রোববার রাত থেকে সেন্টমার্টিন দ্বীপে থেমে থেমে গুড়িগুড়ি ও হালকা-মাঝারি বৃষ্টিপাতের সাথে দমকা হাওয়া প্রবাহিত হচ্ছে। যা এখনো অব্যাহত রয়েছে। সমুদ্রবন্দরে ৬ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলায় মাছ ধরার ট্রলারগুলো উপকূলের নিরাপদ স্থানে অবস্থান নিয়েছে।

” ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। এতে উচ্চ জোয়ারের কারণে সাগরের পানি স্বাভাবিকের চাইতে ২ থেকে ৩ ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। আর সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব সমুদ্র উপকূলে অবস্থান নেওয়া ১৩ টি ঢেউয়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৭ টি ট্রলার সম্পূর্ণ এবং ৬ টি ট্রলার আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া দমকা হাওয়ায় উপড়ে গেছে বেশকিছু গাছপালা। “

তবে ঘটনায় কেউ হতাহত বা নিখোঁজের ঘটনা ঘটেনি বলে জানান স্থানীয় এ ইউপি চেয়ারম্যান।

মুজিবুর জানান, বিরূপ আবহাওয়ার মধ্যেও কিছু সংখ্যক পর্যটক সেন্টমার্টিনে অবস্থান করছেন। এসব পর্যটক যাতে উত্তাল সাগরে গোসলে না নামেন এ ব্যাপারে স্থানীয় স্বেচ্ছাসেবক ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা সতর্কতামূলক প্রচারণা অব্যাহত রেখেছেন।

অন্যদিকে দুর্যোগকালীন দ্বীপে ঝুঁকিতে থাকা লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে সবধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় এ ইউপি চেয়ারম্যান।

সারাদেশ-এর আরও খবর