কক্সবাজার সিটি কলেজে অনার্স ১ম বর্ষ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

  বিশেষ প্রতিনিধি    15-06-2023    99
কক্সবাজার সিটি কলেজে অনার্স ১ম বর্ষ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

কক্সবাজার সিটি কলেজে অনার্স ১ম বর্ষ (২০২২-২৩) ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে ১৪ জুন বাণিজ্য ভবন মিলনায়তনে এক সভা অধ্যক্ষ ক্যথিং অং এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।

এতে তিনি বলেন , মানব সন্তান হিসেবে জন্ম নিলেই হয় না, প্রকৃত মানুষ হতে হলে চর্চা করতে হয়। প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা সেটাকে গুরুত্ব দিই।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, অনার্স শিক্ষা সবার জন্য নয় । যাদের মেধা ও সামর্থ রয়েছে তারাই সুযোগ পায়। তোমরা ভাগ্যবান শিক্ষার্থী। ভবিষ্যতে এ দ্বার আরো সংকুচিত হয়ে যাবে।

অধ্যাপক জোৎস্না ইয়াসমিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান অনুষদ প্রধান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শাহনুর আকতার বক্তব্য রাখেন উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক , বাণিজ্য অনুষদ প্রধান ও হিসাব বিজ্ঞান বিভাগীয় প্রধান অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ, বিজ্ঞান অনুষদ প্রধান ও পদার্থ বিজ্ঞান বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক জেবুন্নেছা , বায়ো কেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজী বিভাগের প্রধান অধ্যাপক শারায়াত পারভিন লুবণা, কলা অনুষদ প্রধান ও ইসলামের ইতিহাস বিভাগীয় প্রধান অধ্যাপক এস এম আকতার উদ্দিন চৌধুরী, ইংরেজী বিভাগের প্রধান অধ্যাপক হাশেম উদ্দিন, হসপিটালিটি ম্যানেজমেন্ট ও ট্যুরিজম বিভাগ প্রধান অধ্যাপক মঈনুল হাসান চৌধুরী পলাশ , বাংলা বিভাগের প্রধান অধ্যাপক শরমিন সিদ্দিকা লিমা । এছাড়াও সমাজবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক এহেছানুল হক হেলালী, দর্শন বিভাগের প্রধান অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো , মার্কেটিং বিভাগের প্রধান অধ্যাপক সাজ্জাদুল ইসলামসহ শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ ইরফান উদ্দিন , বোরহান উদ্দিন , জাহেদ হাসান ও সোহরাব হায়দার প্রমুখ।

পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন আবু সায়েম , গীতা পাঠ করেন জয়ন্তী শর্মা , ত্রিপিটক পাঠ করেন অঘ্য মার্মা।

সারাদেশ-এর আরও খবর