আবারো সক্রিয় মানবপাচারচক্র, টার্গেট রোহিঙ্গা

  বিশেষ প্রতিনিধি    13-01-2023    201
আবারো সক্রিয় মানবপাচারচক্র, টার্গেট রোহিঙ্গা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোরতায় বেশ কিছুদিন যাবৎ অনেকটা থেমেছিল মানবপাচার। আত্মগোপনে চলে যায় চিহ্নিত পাচারকারীরা। সাগরপথে প্রাণ হারায়নি কোন বনি আদম।

ইদানিং শীতকালীন শান্ত সাগরকে কাজে লাগিয়ে আবারো সক্রিয় হচ্ছে মানবপাচারকারির। প্রশাসনের গতিবিধির উপর নজর রেখে অতি সুকৌশলে চলছে পাচার কাজ। নিরীহ মানুষকে ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছে মোটা টাকা। ব্যবহৃত হচ্ছে উপকূল ও সাগরপাড় কেন্দ্রিক কিছু বসতবাড়ি।

সম্প্রতি এমন একটি পাচারকারীচক্রের সন্ধান পায় টেকনাফ থানা পুলিশ। সপ্তাহখানে ছদ্মবেশে চোখ রাখে সম্ভাব্য স্থানে। বাড়ায় গোয়েন্দা নজরদারি।

গত ১১ জানুয়ারি দিবাগত রাত প্রায় বারোটা। টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার জনৈক শফিকের বসতঘরে অভিযান চালায় পুলিশ। ওখান থেকে উদ্ধার হয় ৫ শিশুসহ ২৬ জন ভিকটিম।

যাদেরকে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া ও থাইল্যান্ড পাঠানোর জন্য জড়ো করা হয়েছিল।

এই বেআইনী মানবপাচার কাজের জড়িত ১ মহিলাসহ ৫ জনকে আটক করা হয়েছে।

পাচারের উদ্দেশ্যে আদায়কৃত ৪২ হাজার ৫০০ টাকা এবং ১টি কাপড়ভর্তি ট্রলী জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, টেকনাফ সদরের মহেশখালীয়া পাড়ার নুরুল ইসলামের মেয়ে সাবেকুন্নাহার (২৩), মৃত মোহাম্মদ ইসহাকের ছেলে নুরুল ইসলাম (৬০), কুতুপালং (ক্যাম্প নং-০৩, ব্লক-বি-১, এফসিএন নং-৬৪১৭৫৫) ক্যাম্পের মৃত হায়দার আহমদের ছেলে জাহেদ হোসেন (২০), শাহপরীর দ্বীপের করাচি পাড়ার মৃত আবুল কালামের ছেলে আবদুর রহিম (৩৫) ও মোঃ সালামের ছেলে জাহেদ হোসেন (২৯)। টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল হালিম এসব তথ্য দিয়েছেন।

তার তথ্য মতে উদ্ধারকৃত ২৬ জন ভিকটিমের নাম-ঠিকানাঃ

১। মোঃ রফিক (১৬), পিতা-শামসুল আলম, মাতা-নুর বাহার, সাং-কুতুপালং ক্যাম্প নং-২ (ইস্ট), ব্লক-ই/৫, (ব্লক-মাঝি-নুর আলম, হেড মাঝি-জাফর), এফসিএন নং-১৭৩১৮০, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ২। মোঃ রিয়াজ (১৮) পিতা-সুলতান আহাম্মদ, মাতা- ফাতেমা খাতুন, সাং-কুতুপালং ক্যাম্প নং-৩, ব্লক-ডি/২৩ (ব্লক মাঝি-শামসুল আলম, হেড মাঝি- জম বুলু), এফসিএন নং-১৭৬১৬৫, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ৩। আবদুল্লাহ (১৯), পিতা-করিম উল্লাহ, মাতা- জুলেখা, সাং- কুতুপালং ক্যাম্প নং-৪, ব্লক- ই/২১, (ব্লক মাঝি-তাহের, হেড মাঝি- বশির) এফসিএন নং-১৮৪৫৬৮, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ৪। শাহ আলম (১৭), পিতা-আজিমউল্লাহ, মাতা-নুর জাহান, সাং- কুতুপালং, ক্যাম্প নং-২ (ওয়েস্ট), ব্লক-ডি/৪ (ব্লক মাঝি-আবুল বশর, হেড মাঝি- নুর মোহাম্মদ), এফসিএন নং-১৮৪৫৬৮, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ৫। কোরবান আলী (১৮), পিতা-আমির হোসেন, মাতা-রহিমা খাতুন, সাং-কুতুপালং ক্যাম্প নং-১, ব্লক-জি/৯ (ব্লক মাঝি-সৈয়দুল আমিন, হেড মাঝি- হামিদ) এফসিএন নং-১৫৯৬৭৯, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ৬। নজির আহম্মদ (৩৬), পিতা-সৈয়দ আহমদ, মাতা-মৃত জোহরা বেগম, সাং-কুতুপালং ক্যাম্প নং-১, ব্লক-জি/১০ (ব্লক মাঝি-অছিরত, হেড মাঝি-রফিক), এফসিএন নং-১৫৬৫৫৩, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ৭। নুর কুদ্দুস (২৩), পিতা-কালা মিয়া, মাতা-শফিকা বেগম, সাং-কুতুপালং ক্যাম্প নং-২, ব্লক-ই/৫ (ব্লক মাঝি-নুর আলম, হেড মাঝি-জাফর), এফসিএন নং-১৬৬৪৪৬, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ৮। মোহাম্মদ জোহার (১৭), পিতা-মৌঃ নজির আহম্মদ, মাতা-সেনোয়ারা, সাং-কুতুপালং ক্যাম্প নং-৭, ব্লক-সি/২ (ব্লক মাঝি- রফিক, হেড মাঝি-আবদুল গনি), এফসিএন নং-১৩১৩৭০, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ৯। মোঃ ইয়াসিন (১৩), পিতা-সৈয়দুল আমিন, মাতা-নুর বেগম, সাং- কুতুপালং ক্যাম্প নং-২(ইস্ট), ব্লক-৭ (ব্লক মাঝি-জহুরুল হক, হেড মাঝি-জাফর), এফসিএন নং-১৭৩২২৫, থানা- উখিয়া, জেলা-কক্সবাজার, ১০। আবদুর রশিদ (২৯), পিতা-আবুল কাসিম, মাতা-ফাতেমা খাতুন, সাং-বালুখালী ক্যাম্প নং-১৮, ব্লক-এস/৫১ (ব্লক মাঝি-আরফ, হেড মাঝি-সলিমুল্লাহ), এফসিএন নং-১৯৪৫৮৫, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ১১। নাছির উদ্দীন (২০), পিতা- ইমান হোসেন, মাতা-লায়লা বেগম, সাং-বালুখালী ক্যাম্প নং-৯, ব্লক-সি/১১ (ব্লক মাঝি-সৈয়দ আলম, হেড মাঝি-সমসু), এফসিএন নং-১১৮৫০৯, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ১২। আনোয়ার ইব্রাহিম (১৮), পিতা-আবদুল মাজেদ, মাতা-রশিদা বেগম, সাং-বালুখালী ক্যাম্প নং-১, ব্লক-জি/৩৫ (ব্লক মাঝি- ইদ্রিস, এফসিএন নং-১১৮৫০৯, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ১৩। মোঃ জাকের (১৯), পিতা-ইসমাইল, মাতা-নুর বাহার, সাং- হাকিমপাড়া ক্যাম্প নং-১৪, ব্লক-সি/৩ (ব্লক মাঝি-কামাল, হেড মাঝি-হামিদ), এফসিএন নং-২২৪৮৯২, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ১৪। মোঃ ইমরান (১৫), পিতা-নুর আহাম্মদ, মাতা-রহিমা খাতুন, সাং-জামতলী (সফিউল্লা ঘাটা), ক্যাম্প নং-১৬, ব্লক-এ/২ (ব্লক মাঝি- সৈয়দ), এফসিএন নং-২৪১৪০০, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ১৫। মোঃ বনি (২২), পিতা-মৃত সালা উদ্দীন, মাতা-সানজিদা, সাং-লেদা ক্যাম্প নং-২৪ (এলএমএস), ব্লক-ডি (ব্লক মাঝি-নুর হোসেন), এমআরসি নং-২৫৮৪৩০, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, ১৬। মোঃ আয়াছ (১৪), পিতা-আবদুল হাছ, মাতা-আয়েশা, সাং-শালবাগান রোহিঙ্গা ক্যাম্প নং-২৬ (এলএমএস), ব্লক-এ/৩ (ব্লক মাঝি-সমসু), এফসিএন নং-২৫৮২৬৭, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, ১৭। ওসমান গণি (১৯) পিতা-নুর মোহাম্মদ মাতা-হাসিনা বেগম, সাং-লামার পাড়া, লেদা, ওয়ার্ড নং-৮, হ্নীলা ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, ১৮। রমিজা (২৪), স্বামী-রশিদ উল্লাহ, পিতা-মোঃ খলিল আহাম্মদ, মাতা-মৃত জুলেখা খাতুন, ১৯। মোঃ আমিন (৮), ২০। মোঃ আলম (৬), ২১। নূর সাদিয়া (২), ২২। মোঃ ওমর (৩ মাস), সর্বপিতা-রশিদ উল্লাহ, মাতা-রমিজা, সর্বসাং-বালুখালী ক্যাম্প-১৮, ব্লক-৫০/১, এফসিএন নং-১৯৪৫৮৫, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, ২৩। তসলিমা (২৬), স্বামী-মৃত আয়াত উল্লাহ, পিতা-মোঃ ইদ্রিস, মাতা-মৃত সেতারা বেগম, ২৪। শাহামিম (৭), পিতা- মৃত আয়াত উল্লাহ, মাতা- তসলিমা, উভয়সাং-জিয়ানগর, পাহাড়তলী, বাচামিয়ার ঘোনা, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার, ২৫। ছমিরা (১৯), পিতা-মোঃ হাবিব আহাম্মদ, মাতা-হালিমা খাতুন, সাং-থাইংখালী ক্যাম্প নং-১৯, ব্লক-বি/১ এফসিএন নং-২০৭৫৫৯, থানা-উখিয়া, জেলা- কক্সবাজার, ২৬। ইয়াছমিন (১৯), পিতা-মোঃ ইসমাইল, মাতা- মিনারা বেগম, সাং- ব্লক- আই/১১, এফসিএন নং-১০২৫৬৮, বালুখালী ক্যাম্প নং-১, থানা-উখিয়া, জেলা- কক্সবাজার।

মানব পাচারের ব্যাপারে জেলা পুলিশের অবস্থানের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, মাদক, চোরাচালান ও মানবপাচারের বিরুদ্ধে পুলিশ সবসময় জিরো টলারেন্স ভূমিকায়। অনেক মামলা বিচারাধীন ও তদন্ত প্রক্রিয়ায় রয়েছে। এক্ষেত্রে কোনো ছাড় নাই।

তিনি জানান, পুলিশের যতটুকুন শক্তি, সামর্থ্য আছে সবটুকুন দিয়ে মানবপাচার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। তৎপরতা আরও জোরদার করা হবে।

এক্ষেত্রে গণমাধ্যম ও স্থানীয় জনসাধারণকে সক্রিয় ভূমিকা রাখতে হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

সারাদেশ-এর আরও খবর