কুতুবদিয়ায় কৃষকের পাকা ধান কেটে ঘরে পৌঁছে দিল যুবলীগ

  বিশেষ প্রতিনিধি    30-04-2023    118
কুতুবদিয়ায় কৃষকের পাকা ধান কেটে ঘরে পৌঁছে দিল যুবলীগ

কৃষক আব্দুল হামিদ ও শাহেদ করিম বোরো ধান পেকে গেলেও শ্রমিক সংকটের কারণে কাটতে পারছিলেন না সাগর বেষ্টিত দ্বীপের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের কিরণ পাড়ার এই দুই কৃষক। এ খবরে পাশে দাঁড়িয়েছে কুতুবদিয়া যুবলীগের নেতাকর্মীরা।

রবিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আবু জাফর সিদ্দিকীর নেতৃত্বে এ কৃষকদের জমির ধান কেটে দেন যুবলীগের ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীরা।

বিনা পারিশ্রমিকে ধান কেটে দেয়ায় খুশি কৃষক আবদুল হামিদ ও শাহেদ করিম। এসময় তাঁরা বলেন,শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। কুতুবদিয়া যুবলীগের নেতাকর্মীরা আজ আমার জমির ধান কেটে দিয়েছে। কৃতজ্ঞ প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি।

কুতুবদিয়া যুবলীগের সাবেক আহবায়ক আবু জাফর সিদ্দিকী বলেন, এ বছরে দেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হলেও তীব্র গরম, শ্রমিক ও আর্থিক সংকট এবং কালবৈশাখী ঝড়ে জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েন কৃষকরা। কৃষকদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য বলেছেন।

সেই আহ্বানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও কক্সবাজার জেলা আওয়ামী যুবলীগের নির্দেশে সাড়া দিয়ে কুতুবদিয়া উপজেলা যুবলীগ কৃষকদের পাশে দাঁড়িয়েছে। আজ তীব্র গরমের মধ্যে কৃষক আব্দুল হামিদ ও শাহেদ করিম ক্ষেতের পাকা ধান কেটে তার ঘরে পৌঁছে দিয়েছি।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানায় কেন্দ্রীয় যুবলীগ।

সারাদেশ-এর আরও খবর