আওয়ামী লীগকে খুব তাড়াতাড়ি ক্ষমতা ছাড়তে হবে -লুৎফুর রহমান কাজল

  বিশেষ প্রতিনিধি    02-08-2023    90
আওয়ামী লীগকে খুব তাড়াতাড়ি ক্ষমতা ছাড়তে হবে -লুৎফুর রহমান কাজল

আওয়ামী লীগকে খুব তাড়াতাড়ি ক্ষমতা ছাড়তে হবে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ (সদর-রামু- ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

তিনি বলেছেন, সারা পৃথিবীর গণতন্ত্রকামী মানুষগুলো তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। বর্বর শাসনের নেতা হলো শেখ হাসিনা। আর বর্বর শাসক দল হলো আওয়ামী লীগ। গত ২৯ তারিখ ঢাকার সমাবেশে বিএনপি ২০০ ভাগ সফল হয়েছে। এতো বিরাট সমাবেশ অতীতে কেউ করতে পারেনি।

গত ২৯ জুলাই ঢাকার প্রবেশপথে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের যৌথ হামলা, নির্যাতন ও পাইকারি হারে গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার (১ আগস্ট) বিকালে জেলা বিএনপি আয়োজিত জনসমাবেশে লুৎফুর রহমান কাজল এসব কথা বলেন।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে লুৎফুর রহমান কাজল বলেন, আপনি যদি এতই উন্নয়ন করে থাকেন; এত জনপ্রিয় হোন, তাহলে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট দিতে ভয় পান কেন? দিনের ভোট রাতে কেন নেন? জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়কের সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করুন। দেশের জনগণ একটি মুহূর্তের জন্যও আপনাকে ক্ষমতায় আর দেখতে চায় না। আপনি নিশ্চয় জানেন, ভোট দিলে কি অবস্থা হবে আপনাদের। তাই এত কাণ্ড করতেছেন।

জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী ও সহ-সাংগঠনিক সম্পাদক এম মোকতার আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত জনসমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা সহ-সভাপতি ও কক্সবাজার পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, মহেশখালী উপজেলা বিএনপি সভাপতি আবু বক্কর ছিদ্দিক, কুতুবদিয়া উপজেলা বিএনপি সভাপতি জালাল আহমদ, উখিয়া উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, কক্সবাজার পৌর বিএনপি সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা যুবদল সভাপতি ছৈয়দ আহমদ উজ্জল, টেকনাফ উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট হাসান ছিদ্দিকী, মহেশখালী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরী, টেকনাফ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, রামু উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, উখিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, জেলা মৎস্যজীবি দল আহবায়ক মোস্তফা কামাল, জেলা সেচ্ছাসেবক দল আহবায়ক এডভোকেট মোহাম্মদ ইউনুচ, জেলা শ্রমিকদল সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, জেলা মহিলা দল ভারপ্রাপ্ত সভাপতি হালেছা বেগম, জেলা ছাত্রদল সভাপতি শাহাদত হোসেন রিপন, জেলা সেচ্ছাসেবক দল সদস্য সচিব সরওয়ার রোমন, জেলা কৃষক দল সদস্য সচিব শরীফ উদ্দিন বাবুল, জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক আমির আলী , কক্সবাজার পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর যুবদল আহবায়ক আজিজুল হক সোহেল , জেলা ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান নয়ন, জেলা সেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক রাশেদুল হক, উখিয়া উপজেলা যুবদল আহবায়ক সাইফুল ইসলাম, টেকনাফ উপজেলা যুবদল আহবায়ক মোহাম্মদ কাইয়ুম, মহেশখালী উপজেলা যুবদল সদস্য সচিব আনোয়ার পাশা, জেলা ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুল আলম, কক্সবাজার পৌর বিএনপি দপ্তর স্পাদক ছুরত আলম , পৌর সেচ্ছাসেবক দল আহবায়ক এমান সিকদার, পেকুয়া উপজেলা সেচ্ছাসেবক দল আহবায়ক আহসান উল্লাহ, কক্সবাজার সদর উপজেলা সেচ্ছাসেবক দল আহবায়ক সাহাব উদ্দিন, উখিয়া উপজেলা ছাত্রদল আহবায়ক জয়নাল আবেদিন জয় , কক্সবাজার পৌর ছাত্রদল আহবায়ক হুমায়ুন কবির হিমু, পৌর যুবদল যুগ্ম আহবায়ক মাস্টার জসিম উদ্দিন , পৌর যুবদল যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিন, কক্সবাজার সরকারী কলেজ ছাত্রদল আহবায়ক রুবেল মিয়া, জেলা ছাত্রদল সাবেক সহ সভাপতি ফারুক আযম, কক্সবাজার পৌর ছাত্রদল সদস্য সচিব ইনজামামুল হক, রামু উপজেলা সেচ্ছাসেবক দল আহবায়ক শাহজাহান লুতু, কক্সবাজার সদর উপজেলা ছাত্রদল সদস্য সচিব নাজমুল সাহেদ, টেকনাফ উপজেলা ছাত্রদল আহবায়ক হারুন অর রশিদ , কক্সবাজার সদর উপজেলা কৃষক দল আহবায়ক হামিদুল হক হামিদ, জেলা যুবদল যোগাযোগ সম্পাদক দোলন ধর, টেকনাফ পৌর শ্রমিক দল আহবায়ক আবদুর রশিদ, টেকনাফ উপজেলা শ্রমিক দল সভাপতি হোছন আহমদ, কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা সাজেদুল ওয়াহিদ সাহেদ প্রমুখ।

সারাদেশ-এর আরও খবর